শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে কন্ঠশিল্পী আফরিন মনির ‘কবুতর’

মহিব আল হাসান: আফরিন মনি বর্তমান সময়ের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। সঙ্গীতকে বুকে লালন করে একেরপর একে গান গেয়ে দর্শকের সামনে নিজেকে মেলে ধরছেন তিনি। গত ঈদে ‘ভালোবাসা দে’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়ে দর্শকের কাছে বেশ প্রসাংশিত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ‘কবুতর’ শিরোনামের একটি গান নিয়ে দর্শকের সামনে এবারের ঈদে হাজির হচ্ছেন আফরিন মনি। গানটির কথা ও সুর প্লাবন কোরোশী এবং সঙ্গীতায়জন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রোহান খান।

এ প্রসঙ্গে আফরিন মনি বলেন, ‘ মানুষের ইচ্ছা থেকে সফলতা পায়। আমার ছোটবেলা থেকে গায়িকা হওয়ার ইচ্ছা ছিলো। এই ইচ্ছাটাকে পুরণ করতে আমি গানকে বুকে লালন করে যাচ্ছি। গেয়ে যাচ্ছি নিজেকে একজন গায়িকা হিসেবে প্রতিষ্ঠিতি করতে। ‘কবুতর’ গানটির প্রসঙ্গে আফরিন মনি বলেন, গানটি রিলিজ হবার পর দর্শকেরা শুনলে তাদের ভালো লাগবে। গানটির মাধ্যমে অনেক বার্তা দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন,‘ গান মানুষের জীবনের কথা বলে। গানের মাধ্যমে মানুষের ভালোলাগা ভালোবাসা তৈরি হয়। এই গানটি দেখলে তা দর্শকেরা বুঝতে পারবেন। দর্শকদের বোঝানোর জন্যে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আমি আশাকরি দর্শকেরা গানটি ভালোভাবে নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়