শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

অলক দাশ: ঈদুল আযহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফেরা মানুষের কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। এজন্যই এবারের ঈদ যাত্রার শুরুতেই গত ২৪ ঘণ্টায় ২৮ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায়।

১৭ আগস্ট শুক্রবার সকাল ৬টা থেকে ১৮ আগস্ট শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দু’পাড়ে টোল আদায় হয়েছে মোট দুই কোটি ৫৮ লাখ টাকার উপরে। গত বছর একই সময়ে টোল আদায় হয়েছিল দুই কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপার হয়েছে বলেও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এবছর সেতু পারাপাড়ে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় সেতু কর্তৃপক্ষ।

জানা যায়, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দু’পাড়ে স্থাপিত টোল প্লাজায়।এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়