শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে জামিন পেলেন ৩২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী ১৫ জন শিক্ষার্থীর শুনানি শেষে পৃথক দুই মামলায় এ আদেশ দেন।

এছাড়া একইদিনে ইফতেখার আহমেদ নামে এক শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু।

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনের সময় গত ৬ আগস্ট রাজধানীর রামপুরায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে বাড্ডা ও ভাটারা থানায় মামলা হয়।

এছাড়া বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় আরো কিছু শিক্ষার্থীকে

মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনের নামে শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা, ভাংচুর ও পুলিশের কাজে বাধা দিয়েছে। তদন্তের জন্য দুইদিনের রিমান্ডেও নেয়া হয় তাদের।

রিমান্ড শেষে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার পর আদালতে একাধিকবার জামিনের আবেদন করে শিক্ষার্থীরা। তাদেরই মধ্যে ১৬ জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়