শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে নিরাপত্তা পর্যবেক্ষণ করছে ড্রোন

হ্যাপী আক্তার : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধী সনাক্ত করতে প্রথমবারের মত চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করছে নরসিংদী জেলা পুলিশ। অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।

নরসিংদীর আকাশে উড়ছে ড্রোন। ঘুরছে শহরের অলিগলি,বাজার, স্কুল-কলেজ আর ধারণ করছে চারপাশের চিত্র। আর সেই চিত্র দেখে শহরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ।

নরসিংদীতে জুন মাস থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে দুটি ড্রোন ব্যবহার হচ্ছে। অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নেয়া এমন ব্যতিক্রমী উদ্যোগে আশার আলো দেখছেন নরসিংদীবাসী।

এলাকাবাসী বলছে, প্রযুক্তির ধারাবাহিকতায় যে ড্রোন ব্যবহার করা হচ্ছে তাতে করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশের মতো মনে করছি। নানা রকমের যে অপরাধ হতো তা এখন চিন্ত মুক্ত হতে পারছে।

উন্নত বিশ্বে ড্রোন ব্যবহার করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখেই প্রথমবারের মতো ড্রোন ব্যবহার হচ্ছে জানালেন জেলা পুলিশ সুপার।

নরসিংদী জলা পুলিশ সুপার মো: সাইফুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা ড্রোন ব্যবহার করায় মানুষ তার অপরাধকে দমন রাখবে। কারণ সে বুঝতে পারছে  আমাকে অন্য জায়গা থেকেও মনিটর করা হচ্ছে। যার কারণে যে কোনো মানুষকে অপরাধ করার বিষয়টি থেকে দুরে রাখবে।

জনগণের নিরাপত্তায় ড্রোনের ব্যবহার সারাদেশের জন্য অনুকরণীয় হবে বলে মনে করছে নরসিংদীর পুলিশ বিভাগ। সূত্র : ডিবিসি নিউজ
অপরাধ দমনে নরসিংদীতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ড্রোন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়