শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল রুটে বিশেষ লঞ্চ সার্ভিস আজ শুরু

ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা-বরিশাল নৌপথে বেসরকারি লঞ্চের স্পেশাল সার্ভিস। ঈদের দিনসহ দুদিন বাদে ৩১ আগস্ট পর্যন্ত এ সার্ভিস চলবে।

বিআইডব্লিউটিএ বরিশাল অফিস সূত্রে জানা গেছে, এবারের ঈদে ঢাকা-বরিশাল নৌরুটে ৩০টি বেসরকারি লঞ্চ যাত্রীসেবায় স্পেশাল সার্ভিসে থাকছে। এর মধ্যে ২২টি ঢাকা-বরিশাল নৌরুটের এবং অপর ৮টি ভায়া রুটে চলাচল করবে। এবারের ঈদে স্পেশাল সার্ভিসে থাকবে সুরভী-৭, ৮ ও ৯, সুন্দরবন-৮, ১০ ও ১১, পারাবত-৮, ৯, ১০, ১১ ও ১২, এমভি কামাল-১, কীর্তনখোলা-১০ ও ২, এমভি দীপরাজ, টিপু-৭, ফারহান-৮, কালাম খান-১, অ্যাডভেঞ্চার-১ ও ৯, গ্রিনলাইন ওয়াটার ওয়েজ-২ ও ৩।

এগুলো ঢাকা-বরিশাল রুটে সরাসরি স্পেশাল সার্ভিস দিলেও আরও ৮টি লঞ্চ ভায়া রুটে স্পেশাল সার্ভিস দেবে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তায় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় মিয়ারচর রুট বাদ দিয়ে লঞ্চের মাস্টারদের কালীগঞ্জ রুট ব্যবহারের জন্য বলা হয়েছে। পাশাপাশি ঈদের আগে ও পরের ৭ দিন অর্থাৎ ১৪ দিন নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি বলেন, ১৯ ও ২০ তারিখ যাত্রী খুব বেশি হতে পারে। সেক্ষেত্রে বরিশাল নদীবন্দরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করেছে র‌্যাব-পুলিশ। একুশে টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়