শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করল আফগান সরকার

সাইদুর রহমান : আফগান তালেবানের ব্যাপক হামলায় দেশটির উত্তরাঞ্চল গজনি শহরে আফগান নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এ ভয়াবহ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগান সরকার। আফগানিস্তানের এ দাবি জোরালভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে দোষারোপ না করে আফগান সরকারের নিজেদের দিকে নজর দেয়া উচিত।

তিনি বলেন, “আফগানিস্তানের অভ্যন্তরে তৎপর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয় না পাকিস্তান।” পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি অভিযোগ করেন, গজনি শহর দখল করতে গিয়ে আহত হওয়া তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যাও তলব করেছেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের বেশ কিছু এলাকা দখল করে নেয় তালেবান। ছয় দিনের সংঘর্ষ শেষে আফগান সেনারা শহরটি পুনরুদ্ধার করলেও এতে শত শত সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়। সূত্র : ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়