শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প জুনিয়রের ভারত সফরে ব্যয় ৩২ হাজার ডলার

ইমরুল শাহেদ: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এথিকস কমিশন মার্কিন গোয়েন্দা সার্ভিসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। কারণ তারা ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভারত সফর নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি। আবেদনকারী কুয়েনটিন এল কপ বলেছেন, তাদের উচিত ছিল ফ্রিডম অব ইনফরমেশন এ্যাক্ট অনুসারে তার অনুরোধে সাড়া দেওয়া। ট্রাম্প জুনিয়র চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। তার সফরসঙ্গী ছিলেন বড় ধরনের একটি গ্রুপ। তার ভারত সফরের উদ্দেশ্য ছিল পারিবারিক বিলাসী প্রকল্প ‘ট্রাম্প টাওয়ার্স’-এর ভারতে প্রবর্ধন।
ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প জুনিয়রের ভারত সফরে মার্কিন সরকার ৩২ হাজার ডলার ব্যয় করেছে। ট্রাম্প জুনিয়রের ভারতে অবস্থান নিয়ে বেশ কয়েকটি বিল উত্তোলন করা হয়েছে। তিনি তখন মুম্বাই, পুনে এবং কলকাতা সফর করেছেন। মুম্বাই সফরের জন্য ১৫ হাজার ১৬৬ এবং তিন হাজার ৫০১ ডলারের বিল তোলা হয়েছে। তার পুনে এবং কলকাতা অবস্থানের জন্য ১৩ হাজার ৪৬৮ এবং ৩২ হাজার ১৩৫ ডলারের দুটি বিল করা হয়েছে। আরেকটি বিল করা হয়েছে ভিআইপি ভিজিটের জন্য। সেটির পরিমাণ নয় হাজার ৮৮০ ডলার।
গোয়েন্দা বিভাগের মুখপাত্র কেথেরিন মিলহোয়ান বলেছেন, ‘গোয়েন্দা বিভাগ কারো গোপন ভ্রমণ নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা বলেনা।’ গোয়েন্দা বিভাগ শুধু প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য ক্ষমতা পাওয়া।
ট্রাম্প সঙ্গীদের নিয়ে দেশটি সফর করেছেন। সেখানে তিনি খদ্দেরদের সঙ্গে তার প্রকল্প নিয়ে কথা বলেছেন। তাতে ব্যয় হয়েছে ১৭২ মিলিয়ন ডলার। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়