শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০১:৫৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে এনসিএল শুরু হবে। এর আগে ক্রিকেটাররা তাদের ফিটনেসের ঘাটতি দূর করতে পারবে।

গত কয়েক আসরের মতো এবারও এনসিএল হবে দুই স্তরে, যেখানে চারটি করে মোট আটটি দল অংশ নেবে। তবে শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। ১৬ অক্টোবর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। সেদিকে ইঙ্গিত করে নান্নুর মন্তব্য, ‘প্ল্যাটফর্ম শক্তিশালী হলে যে কোনও লেভেলেই ভালো ক্রিকেট খেলা যায়। সেটি মাথায় রেখে আমরা এনসিএল শুরু করতে চাই। যদিও শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো দুই- একটা রাউন্ডে খেলার সুযোগ পাবে।’

প্রথম কয়েকটি মৌসুম জমকালো হলেও ধীরে-ধীরে জৌলুস হারিয়ে এখন অনাকর্ষণীয় প্রতিযোগিতায় পরিণত হয়েছে এনসিএল। এ মৌসুমে এনসিএলের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার প্রধান নির্বাচকের কণ্ঠে, ‘টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে চাইলে প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে হবে। আশা করি, এ বছর আমরা এনসিএলকে আকর্ষণীয় করে তুলতে পারবো।'

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে নান্নু তিনি বলেছেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক চুক্তিভিত্তিক ক্রিকেটার রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা ক্যাম্প শুরু করবো। জাতীয় দলের ক্রিকেটারদের মতো অন্য ক্রিকেটারদের ফিটনেস লেভেলও একই রকম রাখতে ফিটনেস ট্রেনার কাজ করবেন। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়