শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ০১:১৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনোয়া ব্রিজ ধ্বসে নিহতদের শেষকৃত্যে হাজারো মানুষের ঢল

লিহান লিমা: বছরের পর বছর ধরে ঝুঁকির আশঙ্কা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনার পরও মেরামত করা হয় নি ইতালিরর জেনোয়া ব্রিজ। গত সপ্তাহে ব্রিজটি ধ্বসে নিহত হওয়া ৪১ জনের মধ্যে ১৮ জনের রাষ্ট্রীয় শেষকৃত্যে শনিবার নেমে আসে হাজারো মানুষের ঢল। কান্না, বেদনা আর ক্ষোভে সিক্ত হয় ইতালির।

ফেইরা দেল মেরা এক্সিবিশন সেন্টারের একসঙ্গে রাখা হয় ১৮টি কফিন। বয়সে ছোট ৮ জনের কফিনের ওপর রাখা হয় ফুল এবং তাদের ছবি। শেষকৃত্য উপলক্ষ্যে জাতীয় শোক দিবসে দোকান এবং ব্যবসা কেন্দ্র গুলো বন্ধ রাখা হয়।

তবে নিহত হওয়া ৪ তরুণের পরিবার রাষ্ট্রীয় শেষকৃত্য বজর্ন করে এবং এই ঘটনার জন্য ইতালির সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে। নিহত জিরার্দো এসপোসিতোর (২৬) মা নানজিয়া বলেন, ‘রাষ্ট্রের কারণেই এটি হয়েছে, রাজনীতিবিদের কার্যক্রম লজ্জাজনক।’

রাষ্ট্রীয় শেষকৃত্যে নিহতদের পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ ছাড়াও অংশগ্রহণ করেন জেনোয়ার আর্চবিশপ এঞ্জেলো বাগনাস্কো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা, প্রধানমন্ত্রী জুসেপে কন্তে এবং উপ-প্রধানমন্ত্রী লুইজি দি মাইয়ো এবং মাত্তেও সালভেনি। জেনোয়া এবং সাম্পদোরিয়া ফুটবল টিমের সদস্যরাও শেষকৃত্যে অংশ নেন। ডেইলি মেইল, গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়