শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধসহ তাদের চার দিনের কর্মসূচি প্রত্যাহার করেছেন। পবিত্র ঈদুল আজহার আগেই বকেয়া মজুরি ও বোনাস প্রদানের সিদ্ধান্ত হওয়ায় তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। খুলনা সার্কিট হাউজ কক্ষে শনিবার দুপুরে প্রশাসন, জনপ্রতিনিধি, বিজেএমসি ও পাটকল শ্রমিকদের সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এর আগে শুক্রবার খালিশপুরে শ্রমিক জনসভায় বকেয়া পরিশোধের দাবিতে রাজপথ-রেলপথ অবরোধসহ চার দিনের কর্মসূচি ঘোষনা দেয় শ্রমিকরা। এতে উত্তপ্ত হয়ে উঠে খুলনার শিল্পাঞ্চল।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, বৈঠকে বিজেএমসি পূর্বের তিন সপ্তাহ মজুরির সাথে আরো তিন সপ্তাহের বকেয়া মজুরি প্রদানের সিদ্ধান্ত নিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

শ্রমিকরা জানান, পরপর কয়েক সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। ফলে পাওনা পরিশোধের দাবিতে বাধ্য হয়ে রাজপথে নামে শ্রমিকরা। ঈদের আগেই পাওনা পরিশোধের সিদ্ধান্ত হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়