শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা পরিদর্শন

হুমায়ুন কবির খোকন : স্টপেজ ছাড়া যাত্রী ওঠা-নামা বন্ধ করাসহ নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহনের ফিটনেস ও লাইসেন্স, পরিবহন ও সড়ক ব্যবস্থাপনা বিষয় সরেজমিন দেখতে এবার রাস্তায় নেমেছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।

শনিবার সকালে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজধানীর আবদুল্লাহ্পুর থেকে গুলিস্তানের গোলাপ শাহ (র) মাজার পর্যন্ত সড়কপথে যানচলাচল ও ট্রাফিক পরিস্থিতি বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করেন।

পরিদর্শনকৃত সড়কের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে- আবদুল্লাহপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, জোয়ারসাহারা, কাকলী, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় স্মরনী, ফার্মগেট, সোনারগাঁও, শাহবাগ, জিরো পয়েন্ট ও গুলিস্থান এলাকা। পরিদর্শনকালে সড়কে বিদ্যমান নানা সমস্যা স্বচক্ষে দেখে সমস্যাগুলো সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।

পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কনফারেন্স হলে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে সংশ্লিষ্ট সকল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে স্বল্পতম সময়ের মধ্যে আন্ত-বিভাগীয় সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমূহের আশু সমাধান নিশ্চিত করতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সাধারণ যাত্রী ও জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহŸান জানানো হয়।

অনুষ্ঠানে আইজিপি পুলিশ সদস্য কর্তৃক যথাযথভাবে আইন প্রয়োগের পাশাপাশি আইনের প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন। তাছাড়া আলোচনায় সড়ক সংশ্লিষ্ট যে কোনো উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ফলপ্রসূ সমন্বয়ের উপর জোর দেয়া হয়।

এছাড়া যত্রতত্র যাত্রী উঠানো-নামানো বন্ধ করা, যাত্রীদের সাথে অশোভন ব্যবহার না করা, নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা, ফিটনেস/রুট/ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ীর ছাদে বা ট্রাকে যাত্রী না উঠানো, বেপরোয়া/প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালানো বন্ধ করা ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও, রাজধানীকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য সকলে সহমত ব্যক্ত করেন। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকলেই সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সড়কপথ ও ট্রাফিক পরিস্থিতি পরির্দশন কালে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের সচিব সাজ্জাদুল হাসান ও ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

জানা গেছে, আগামী সোমবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৭টি নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে। পরিদর্শনকারী দলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান ও মহাপরিচালক-১ গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) মোহাম্মদ সালাহ উদ্দিন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান এই পরিদর্শন কাজ সমন্বয়ের দায়িত্বে আছেন।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা হয়। সভায় ২০ আগস্টের মধ্যে রাজধানীর গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (সক্ষমতা বিকাশ) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল কি-নোট উপস্থাপন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়