শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ১১:০৪ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের উপর শুল্ক শুনানির সময়সীমা বাড়ালো যুক্তরাষ্ট্র

 

ইফ্ফাত আরা: চীনা পণ্যের উপর ২০ হাজার কোটি ডলারের শুল্ক শুনানির সময়সীমা পূর্বের নির্ধারিত তিনদিন থেকে ছয়দিনে বাড়ালো যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

শুল্ক বিষয়ক শুনানিটি আগষ্টের ২০-২৪ তারিখ এবং ২৭ আগষ্ট, পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে মার্কিন বাণিজ্য প্রতিনিধি এক বিবৃতিতে জানিয়েছেন। সংস্থাটি ৩৫৯ জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে, যারা মার্কিন কোম্পানিগুলোর গৃহ নির্মান সামগ্রী থেকে প্রযুক্তিগত পণ্য, সাইকেল এবং পোশাকসহ সকল পণ্যগুলোর প্রতিনিধিত্ব করবেন। এদিকে বেশিরভাগ কোম্পানিগুলো অধিক শুল্কের জন্য অভিযোগ দাখিল করেছে।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানিরত পণ্যের উপর ২৫ শতাংশ তথা ২০ হাজার কোটি ডলারের শুল্ক দেবার হুমকি দিয়েছেন কেননা দুই দেশের বাণিজ্যিক দরপতনে ৫ হাজার কোটি ডলারের ঘাটতি দেখা গেছে। সর্বশেষ মার্কিন তালিকায় চীনা পণ্যগুলোর উপর ৩ হাজার চারশত কোটি ডলারের শুল্ক নেয়া হচ্ছে এবং ১ হাজার ছয়শত কোটি ডলারের পণ্যের উপর শুল্ক নেবার কথা চলছে এবং বাকিগুলো ২৩ আগষ্টের প্রক্রিয়ার পর বিবেচনা করা হবে। যেসকল পণ্য রপ্তানিতে শুল্ক নেয়া হবে সেগুলো হলো গাড়ির টায়ার, ফার্নিচার, আলো এবং কাঠ পণ্য, সুটকেস, কুকুর ও বিড়ালের খাবার, বেসবল গ্লাভস এবং বাইসাইকেল। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়