শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে অভিনেত্রী নওশাবার চিকিৎসা শুরু

রিকু আমির : নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা শিক্ষার্থী আন্দোলনে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী নওশাবার চিকিৎসা শুরু হয়েছে ৫ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলামকে প্রধান করে শনিবার এই বোর্ড গঠন করা হয়।

এ তথ্য জানিয়ে শনিবার দুপুরে ওই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার এ প্রতিবেদককে জানান, অর্থ্রোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন, মেডিসিন, নিউরো সার্জারির চিকিৎসকদের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার বোর্ড সদস্যরা খুব ভালভাবে নওশাবাকে পর্যবেক্ষণ করেন। তলপেটে ব্যথা ও হাঁটতে অসুবিধার কারণে তার মূত্র পরীক্ষার পরামর্শ দিয়েছে বোর্ড। এছাড়া ফিজিক্যাল মেডিসিন বিভাগে নিয়মিত থেরাপি গ্রহণ, ভাল ঘুমের জন্য কিছু ঘুমের ওষুধ সেবনের পরামর্শ দেয়া হয়েছে।

অন্যদিকে, এই পরিস্থিতিতে পড়ে নওশাবার মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে। যা তার চেহারা, চলন-বলনে দৃশ্যমান। এজন্য তাকে মানসিক চিকিৎসক দেখানোর পরামর্শও দিয়েছে বোর্ড বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

১৩ আগস্ট রাত সোয়া ১০টার দিকে তাকে ঢামেকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে এমআরআই করা হয় তার। এই পরীক্ষার রিপোর্টে নওশাবার স্পাইনে কিছু সমস্যা দেখা গেছে। এখানে বেশ আগে অপারেশন করা হয়েছিল বিদেশে।

অধ্যাপক অসিত চন্দ্র সরকার বলেন, এমআরআই রিপোর্টে যা এসেছে তা গুরুতর নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়