শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত বাপ্পীকে পাঠানো হতে পারে চেন্নাইয়ে

রিকু আমির : গুরুতর আঘাতপ্রাপ্ত চোখের উচ্চতর চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাতুল ইসলাম বাপ্পীকে ভারতের চেন্নাইয়ে নেবার সম্ভবনা রয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ের কাছে সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে বাপ্পীর একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

সেদিন থেকে এ পর্যন্ত বাপ্পী জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপ্পীসহ অন্য আহতদের পরিদর্শন করেন এবং সরকারের তরফ থেকে সবার চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোর প্রতিশ্রুতিও প্রদান করেন।

শনিবার দুপুরে হাসপাতালে বাপ্পীকে দেখভাল করছিলেন তার বন্ধু স্যাম। তিনি এ প্রতিবেদককে বলেন, এমনিতে তো বাপ্পী ভালই, কথা বলা, খাওয়া-সবকিছু। শুধু চোখটাতেই সমস্যা। ২০ আগস্ট তাকে চেন্নাই নেয়া হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবসময় বাপ্পীর খোঁজ নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন স্যাম।

বাপ্পী ঢাকার হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তার পরিবারে পুরুষ মানুষ দ্বিতীয়টি নেই। এজন্য তার সেবায় নিয়োজিত আছেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। চিকিৎসকের বরাত দিয়ে বন্ধুদের ভাষ্য- বাপ্পীর চোখের অনেক গভীরে আঘাত লেগেছে। চিকিৎসকরা বলেছেন, ওর চোখ টিকবে না। আবার টিকতেও পারে। সে সম্ভবনা খুবই কম।

২৯ বছর বয়সী বাপ্পী হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তার বাবা আবদুল জব্বার ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন। সেই থেকে মা নাজমা বেগম ও এক বোনকে নিয়ে তার কঠোর সংগ্রামী জীবন শুরু হয়। হাজারীবাগের চামড়ার ছোটখাট ব্যবসায়ের পাশপাশি আওয়ামী লীগের রাজনীতি করেন বাপ্পী। এসব করে ছোট বোনকে সংসারি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়