শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১ কোটি ২৮ লাখ টাকা ইয়াবাসহ নৌকা জব্দ

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফের হ্নীলায় বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন ১কোটি ২৮লাখ টাকার মূল্যমানের ৪২হাজার ৬শ' ৫৩পিস ইয়াবাসহ নৌকা জব্দ করেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল হোয়াব্রাং পয়েন্টে নিয়মিত টহলে গমন করে।বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে হোয়াব্রাং বরাবর নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান

মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদ পেয়ে ওঁৎপেতে থাকে। কিছুক্ষণ পর একজন লোক ১টি বস্তা মাথায় করে বেড়িবাঁধ অতিক্রম করে আসা মাত্রই টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।বিজিবি জওয়ানেরা তার পিছু ধাওয়া করলে একপর্যায়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে মাঠ দিয়ে গ্রামে ঢুকে পড়ে।পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া বস্তাটি খুলে গণনা করে প্রায়১ কোটি ২৮লাখ টাকা মূল্যমানের ৪২ হাজার ৬শ ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি নৌকা জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।এছাড়া আটককৃত নৌকাটি সংশ্লিষ্ট কাস্টম অফিসে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়