শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামুর গর্জনিয়া বিএনপি বিলুপ্তির পথে

হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দীর্ঘ ৩ বছর ধরে কোন প্রকার দলের জাতীয় কর্মসূচি ও স্থানীয় পর্যায়ে নেতা কর্মীদের সংঘটিত করে দলীয় কার্যক্রম না করায় ইতোমধ্যে ওই দলটি গর্জনিয়া থেকে প্রায় বিলুপ্তি পথে। গতকাল গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সরজমিনে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম ও সেক্রেটারী হাজী মহিবুল্লাহর দলীয় অদক্ষতা ও দ্বিমুখি আচরণের কারণে গর্জনিয়া ইউনিয়ন বিএনপি ইতোমধ্যে জন মানব শূন্য অকার্যক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের সভাপতি মো. ইলিয়াছসহ শতাধিক নেতা কর্মী জানান, তাদের ইউনিয়ন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে অলস ও ভীতু মন মানসিকতার নেতার কারণে এলাকায় দলীয় অবস্থা এমন হয়েছে। ওই এলাকার মিজান, রফিক সালাম, সেলিম সহ ১০/১৫ জন বিএনপি কর্মীর সাথে কথা বলে জানা যায় গর্জনিয়া ইউনিয়নে আগমী জাতীয় নির্বাচনে বিএনপির এমন অবস্থা হলে, দলের হাল ধরার কোন লোক খুঁজে পাওয়া যাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, গেল ২/৩ বছর ধরে গর্জনিয়াতে বিএনপির কোন দলীয় কর্মসূচি পালন করা হয়নি। যার কারণে খোদ নিজের দলীয় লোকদের মাঝে বিরুপ প্রভাব লক্ষ করা গেছে। এই ব্যাপারে কথা বলতে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল চেয়ারম্যান জানান, তারা দলকে নতুন করে ঢেলে সাজাবে। আর দলীয় নেতা কর্মীদের আবারও সুসংঘটিত করবে। রামু কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লৎফুর রহমান কাজল আমাদের সময় ডট কমকে জানান, তারা দলের ঝিমিয়ে পড়া নিয়ে খোজ খরব রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়