শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার দল তেহরিক-ই ইনসাফ এর প্রধান হিসেবে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্ধী প্রার্থী শাহবাজ শরিফের বিরুদ্ধে ১৭৬ ভোটের মধ্যে ৯৬ ভোট লাভ করেন।
আজ শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
তার শপথ অনুষ্ঠানে ভারতের ক্রিকেটের তিন কিংবদন্তী সাবেক ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাস্কার ও নভোজাত সিং সিধুকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১২ সালের পর থেকে পাকিস্তান ও ভারত পরস্পরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। দু’দলের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচ মাঠে গড়িয়েছে ২০০৭ সালে।
২০১২ সালে পাকিস্তানের ভারত সফরে ২ টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ম্যাচ ছিল।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভারত-পাকিস্তান দু’দেশের ক্রিকেট আবারও মাঠে গড়ানোর দারুণ সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ইমরান খান পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেন।
১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার নির্বাচনী লড়াইয়ে মাঠে নামলেও ইমরান তেমন একটা সুবিধা করতে পারেননি।
যদিও ১৫ বছর পর ২০১১ সালে মূলত পাকিস্তানের নির্বাচনে ইমরান খান ফোকাসে আসেন। এরপর ২০১৩ সালের সাধারণ নির্বাচনে তার দল তেহরিক-ই ইনসাফ প্রধান বিরোধী দল হিসেবে পাকিস্তানের রাজনীতিতে আর্বিভ’ত হয়।
আর চলতি বছরের নির্বাচনে সেই ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়