শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানকে কেনো দেশ বলা যাবে না প্রশ্ন করায় চীনা নাগরিক আটক

মাহাদী আহমেদ : শায়ত্ব-শাষিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে কেনো একটি দেশ বলা যাবে না, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ প্রশ্ন করায় এক চীনা নাগরিককে আটক করেছে চীনা পুলিশ।

এ প্রসঙ্গে দেশটির পুলিশ জানায়, চীনের উত্তর-পূর্বঞ্চলীয় শহর মানশানে’র ১৮ বছর বয়সী বাসিন্দা ইয়াং দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবু’তে সম্প্রতি এক প্রশ্ন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘কোন আইনে বলা হয়েছে যে তাইওয়ান’কে একটি দেশ বলা যাবে না?’

তিনি আরও লেখেন, ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে হচ্ছে তার ‘প্রকৃত পিতা’।

চীনা পুলিশ দেশের আইন লঙ্ঘন ও জনগণের অনুভূতিতে আঘাত হানার অপরাধে ইয়াং’কে আটক করেছে। তারা আরও জানায় যে, অনলাইনে বাজে মন্তব্য করায় এর আগেও ইয়াং’কে হূশিঁয়ার করা হয়েছিলো।

চীন শায়ত্ব শাষিত দ্বীপরাষ্ট্র তাইওয়ান’কে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ও একটি প্রদেশ হিসেবে দাবী করে। তাইওয়ান’কে নিয়ে তাই কোনও প্রশ্ন তোলাকে চীন তাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে থাকে।

সম্প্রতি চীনা সরকার সেখানে ব্যবসা করা সকল বিদেশী প্রতিষ্ঠাণগুলোকে আদেশ প্রদান করেছে তারা যেন তাদের প্রতিষ্ঠাণের মূল ওয়েবসাইটে তাইওয়ান’কে স্বাধীন কোনও দেশ হিসেবে না দেখিয়ে চীনের প্রদেশ হিসেবে উল্লেখ্য করে। - রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়