শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০৩:৪১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ২০ শতাংশ উৎপাদন বৃদ্ধি করবে টয়োটা

কায়কোবাদ মিলন: চীনের গুয়ানজুংয়েতে টয়োটা মোটর কোম্পানি তাদের উৎপাদন শতকরা ২০ ভাগ বৃদ্ধি করবে। একই সাথে তিয়ানজিন সিটিতে কোম্পানি বছরে ১লক্ষ ২০ হাজার গাড়ি তৈরি করবে। গুয়ানজংয়েতে টয়োটা বাড়তি যে ১লক্ষ নতুন গাড়ি তৈরি করবে তাতে শতকরা ২৪ ভাগ উৎপাদন বৃদ্ধি পাবে। দুই শহরে টয়োটার উৎপাদন সেক্ষেত্রে ২০ ভাগ বাড়বে এবং বছরে তাদের নতুন গাড়ির পরিমাণ দাড়াবে ২ লক্ষ ৪০ হাজার।

টয়োটা চীনে প্রতি বছর ১১লক্ষ ৬০ হাজার গাড়ি তৈরি করে থাকে। রয়টার্স পূর্বান্থে জানিয়েছিল, টয়োটা বছরে টিয়ানজিনে ১০ হাজার ইলেকট্রিক ব্যাটারির গাড়ি এবং ১ লক্ষ ১০ হাজার প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা করেছে। চীন অবশ্য বিদেশি কোম্পানির উপস্থিতি বাতিল করে তারা নিজেরাই চলতি বছর হাইব্রিড গাড়ি তৈরিতে মনোনিবেশের পরিকল্পনা করেছিল। ২০২২ সালের মধ্যে তারা বৃহত্তর গাড়ির বাজার সৃষ্টিরও পরিকল্পনা করেছিল। সাবসিডি দিয়ে চীন তাদের গাড়ির ব্যবসা আরও চাঙ্গা করতে চেয়েছিল।
এদিকে টয়োটাও গুয়ানজুংয়েতে ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক টয়োটার এক কর্মকর্তা জানান। টয়োটা সূত্র অবশ্য বলতে চায়নি এই নতুন উদ্যোগে তাদের কি পরিমাণ লগ্নি করতে হবে। তবে সরকারি ওয়েব সাইটের তথ্যানুযায়ী তিয়ানজিন কারখানার সম্প্রসারণে ২৫৭ মিলিয়ন ডলার লগ্নি করতে হবে।

টয়োটা চীনের তিয়ানজিন এবং গুয়ানজুয়েংর দুই প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে সেখানে বছরে ২০ লক্ষ গাড়ি বিক্রির আশা করছে। উল্লেখ্য টয়োটার উল্লেখিত দুই প্রকল্পই তাদের মধ্যবর্তী কেীশলের ফলশ্রুতি। টয়োটা যে চীনে তাদের গাড়ি বিক্রি বাড়াতে চায় সেই টার্গেট পূরণ হলে ২০২০ সালের মধ্যে চীনে টয়োটার ব্যবসা শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পাবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়