শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রায় সড়ক-মহাসড়কের পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে: আইজিপি

মতিউর রহমান (ভান্ডারী), সাভার: ঈদ যাত্রা নিবিঘ্ন করতে এবার সড়ক-মহাসড়কগুলো পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। যানজটের আশঙ্কা রয়েছে এমন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মহা পুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গতকাল শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে যানজটের আশঙ্কা রয়েছে এমন স্থানগুলোতে পুলিশের পক্ষ থেকে লোকবল বাড়ানো হয়েছে। তাই এবার কোন ধরনের ধরনের যানজট সৃষ্টি হবেনা বলে জানান তিনি।

রাস্তায় পশুবাহি কোন গাড়ি আটকানো যাবেনা। বিক্রেতারা যেন তাদের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট হাটে গরু বিক্রী করতে পারে সেজন্য প্রতিটি পশুবাহি গাড়িতে স্টীকার লাগানো থাকবে। যে গাড়ির মধ্যে যে হাটের নাম লিখা থাকবে ওই পশুবাহি গাড়িটি ওই হাটেই গরু বিক্রী করতে হবে, অন্য কোথাও কেউ জোর করে গাড়ি থামাতে পারবেনা।

ইজারাদার বা দাললরা যেন কোন হাটে বেপারীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে গরু নামাতে না পরে সে বিষয়টি নিশ্চিতের জন্য পুলিশী তৎপর রয়েছে।

অন্যদিকে শ্রমিকদের মজুরীর বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে আমরা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলেছি। ঈদের সামনে কোন ভাবেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস আটকে রাখা যাবেনা। প্রতিটি শ্রমিক যেন তার ন্যায্য মজুরী পায় সে বিষয়ে মালিকদেরকে কঠোর নির্দেশনার মাধ্যমে পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।

কিছুদিন আগে গাজীপুরে একটি কারখানায় বেতন না দেয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এঘটনায় আমরা পুলিশের পক্ষ থেকে ওই মালিকে চাপ প্রয়োগ করে বেতন পরিশোধ করতে বাধ্য করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়