শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ ফুটবলের ফাইনালে শনিবার বাংলাদেশ – ভারত মুখোমুখি

এল আর বাদল : মারিয়া মান্ডাবাহিনী ভারতের বিরুদ্ধে ২০১৭ সালের পূণরাবৃত্তি চায়। ওই সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলের (অনূর্ধ্ব-১৫) ফাইনালে বাংলাদেশ একমাত্র গোলে ভারতকে হারিয়ে সেরার মুকুট জয় করেছিলো। এবারও ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। কিন্তু শিরোপা জয়ের ব্যত্যয় ঘটাতে চায়না বাংলাদেশের নারী সেনারা। এক বছর আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ভারতকে হারিয়ে সেরা হতে চায় লাল-সবুজের দল।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল লড়াই শুরু হবে। দারুণ ছন্দে আছে টাইগ্রেসবাহিনী। কোনো দলকেই আমলে নিচ্ছে না তারা।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনাল উঠে তারা। আর প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভারত। গত বছর ঢাকায় এই ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

এবার বাংলাদেশকে ফাইনাল ম্যাচ খেলতে হবে ভিনদেশে। তবে অধিনায়ক মারিয়া মান্ডা নির্ভয়ে সাংবাদিকদের জানালেন, ভারত যতোই শক্তিশালী হোক, শিরোপা আমাদের চাই। মান্ডা এও বললেন, ফাইনালে অনুপ্রেরণার একটা ব্যাপার আছে। আমরা গত বছর ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিলাম। সেই প্রেরণাই নিয়েই এবারও আমরা মাঠে নামবো। আশা করি শিরোপা অক্ষুণœ রেখেই মাঠ ছাড়বো।

এদিকে ভারতীয় অনলাইন পোর্টাল ‘কলকাতা২৪’ ভারতীয় দলের অধিনায়ক শিল্কী দেবির বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে সেরাটা খেলে সাফ ফুটবল জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ ভারতীয় নারী দল। ভুটানের থিম্পুতে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে গোলের বন্যা বইয়ে ছিলো, সেই সুযোগ আর মিলবে না বাংলাদেশের ভাগ্যে। তবে শিল্কী দেবি বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বলতে ভুল করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়