শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথপুরে দেশি গরুর দাপট

আশরাফ চৌধুরী রাজু, সিলেটঃ সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এবার পশুর হাটে দেশি গরুর সংখ্যাই বেশি হওয়ায় দামও একটু বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন।শুক্রবার উপজেলার রসুলগঞ্জ বাজারের পশুর হাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা দেশি গরু নিয়ে বাজারে এসেছেন।

ক্রেতারা তাদের পছন্দের গরু ক্রয় করতে ঘুরে ঘুরে বাজার দেখছেন। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়ছে হাটে। অনেক ক্রেতাই পছন্দ অনুযায়ী গরু কিনে বাড়ি ফিরছেন। কোরবানির পশুরহাটে আসা মুজিবুর রহমান নামে এক ক্রেতা সিলেটভিউকে বলেন, এবারের ঈদে দেশি গরু প্রচুর এসেছে। বিদেশি গরু নেই। ছোট ও মাঝাড়ি আকারের গরুর দাম অন্য বছরের তুলনায় একটু বেশিই।

আরেক ক্রেতা জিতু মিয়া বলেন, অন্যান্যবারের চেয়ে এ বছর কোরবানির গরু কম এসেছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে অবশেষে একটি দেশি জাতের গরু ৫৫ হাজার টাকা দিয়ে কিনেছি।কিশোরগঞ্জ থেকে গরু নিয়ে আসা জাকির হোসেন নামে এক বিক্রেতা বলেন, প্রতি বছরেই জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন কোরবানির ঈদের হাটে আমরা দেশি গরু বিক্রি করার জন্য নিয়ে আসি। এবার ৪০টি গরু নিয়ে এসেছি। বিক্রি হয়েছে মাত্র ১০টি। আশা করছি ঈদের আগেই সবগুলো গরু বিক্রি করে ফেলব।

আরেক বিক্রেতা তোফাজ্জাল হোসেন বলেন, এবার বাজারে বিদেশি জাতের কোন গরু নেই। দেশি ২৫টি গরু হাটে এনেছি। জমে উঠছে বেচাকেনা। শেষ মুহুর্তে বেচাকেনা ভাল হবে বলে আশা করছি।এদিকে জগন্নাথপুর পৌর শহরে স্থায়ী কোন গরুর হাট না থাকায় ক্রেতা সাধারণ বিপাকে পড়েছেন।

উপজেলার রসুলগঞ্জ ও রানীগঞ্জ বাজারে গিয়ে অনেকেই গরু ক্রয় করছেন। তবে অস্থায়ীভাবে পৌর শহরে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। এলাকাবাসী পৌরশহরে স্থায়ীভাবে একটি গরুর হাট বসানোর জন্য সংশ্লিষ্টদের নিকট দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়