শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনৈতিক জটিলতায় শঙ্কায় কানাডার হাজী আর সৌদি ছাত্ররা

 

আসিফুজ্জামান পৃথিল: সৌদি আরব আর কানাডার মাঝে চলমান কূটনৈতিক জটিলতায় পড়েছেন কানাডা মুসলিম হজযাত্রী এবং কানাডায় অবস্থানরত সৌদি আরবের ছাত্ররা। চলমান জটিলতায় হজের ফিরতি ফ্লাইট নিয়ে শঙ্কার জন্ম হয়েছে। আর এক মাসের বেঁধে দেয়া সময়সীমার আগে নিজেদের সব কিছু গুটিয়ে নিজ দেশে ফেরত যেতে হচ্ছে সৌদি ছাত্রদের।

সমস্যা চলতেই থাকায় কানাডা তার মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের দিকে তাকিয়ে আছে। সৌদি আরবের সাথে বিবাদ মেটাতে তারা এই দুই শক্তির সাহায্য চায়। এই মাসের শুরুর দিকে রিয়াদ অটোয়ার সাথে সব ধরণের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। কানাডিয় পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সৌদি আরবে বন্দী সামাজিক আন্দোলনকর্মীদের মুক্তির দাবীতে টুইট করাতেই রিয়াদের এই সিদ্ধান্ত। এছাড়াও সৌদি আরব কানাডায় তাদের রাষ্ট্র সমর্থিত সকল শিক্ষা ও চিকিৎসা কর্মসূচি বন্ধ করে দেয়। এর ফলে সৌদি ছাত্ররা বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

কানাডার উম্মাহ মসজিদ ছাত্রদের ব্যবহার্য পণ্য যেমন আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স এমনকি গাড়ি বিক্রি করতে সাহায্য করছে। মসজিদটির ইমাম আবদুল্লাহ ইয়ুসরি বলেছেন, ‘অনেকেই মাত্র ১ সপ্তাহ আগে এই দেশে এসেছে। এখন তাদের ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে। তাদের কেই কেই ছুটি কাটাতে সৌদি আরবে ছিলেন। তারা শুধুমাত্র তাদের জিনিষ বিক্রির জন্য ফিরে আসতে বাধ্য হয়েছেন।’

এদিকে বহু কানাডিয় মুসলিম পবিত্র পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী বিমানের টিকেট আগেই কেটে রেখেছেন। আগামী ১৯ থেকে ২৪ মার্চ দেশটির মক্কা শহরে ইসলামের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় অনুষঙ্গ অনুষ্ঠিত হবে। ১৩ আগস্টের আগের রয়েল সৌদিয়া এয়ারওয়েজের ফ্লাইট শিডিউলে খুব একটা সমস্যা না হলেও ফেরার সময়ে বিপদে পড়তে পারেন হাজীরা। কানাডার হ্যামিলটনের রিয়েলস্টেট ব্রোকার জাওয়াদ চৌধুরীর মা এবরি রয়েল সৌদিয়া এয়ারওয়েজে হজ করতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা পরিবারের সদস্যরা দুশ্চিন্তিায় আছি। কারণ আমরা চাইনা তাকে বিমানবন্দরে আটকে থাকতে হোক।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়