শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুনিয়ার কোনো শক্তি নির্বাচনকে ঠেকাতে পারবে না: নাসিম

জিয়াউদ্দিন রাজু : ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন অবশ্যই হবে, আল্লাহর রহমতে দুনিয়ার কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। ২০১৪ সালে পারে নাই, এবারও তারা পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে কেন্দ্রীয় ১৪ দল বিজয় অর্জন করবে।

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, নির্বাচন নিয়ে আর কোন ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে এবং জনগণ যে রায় দেবে সে রায় আমরা মেনে নেবো। আগামী ডিসেম্বর বিজয়ের মাসে নির্বাচন হবে। সে লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এ নেতা।

স্বাস্থমন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচন করতে চায় অবশ্যই করতে পারবে। ১৪ দল মাঠে-ময়দানে আপনাদের সহযোগিতা করবে। নির্বাচন করার অধিকার সবার আছে। সংবিধানের বাইরে আমরা যাবো না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা এদেশে চলবে না, ওটা ব্যর্থ হয়ে গেছে।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে জয় ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। তাই আগামী নির্বাচনে ১৪ দলসহ গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে একসঙ্গে লড়াই করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের নজিবুর বশর মাইজভান্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা.ও য়াজেদুল ইসলাম, গণ আজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়