শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এতকিছুর গন্ধ পাচ্ছেন, ক্ষমতা হারানোর গন্ধ কেন পাচ্ছেন না?

শিমুল মাহমুদ: ‘পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে শুধু জিয়াউর রহমান নয়, তার স্ত্রী বেগম খালেদা জিয়াও জড়িত’ প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যে ব্যাখ্যার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।
তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী হাস্যকর কথা বলার একটি রেওয়াজে পরিণত হয়েছে। তাদের যে সাধারণ সম্পাদক আছেন তিনিও হাস্যকর। তিনি বৃহস্পতিবার বলেছেন আমরা আবারো একটি ১/১১ এর গন্ধ পাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ১/১১ তার আন্দোলনের ফসল। এখানে কোনটা সত্য তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আপনারা এত কিছুর গন্ধ পাচ্ছেন কিন্তু গন্ধ হারনোর গন্ধ পাচ্ছেন না? বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন: সংকট উত্তরণের এক মাত্র উপায়’ শীর্ষক এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
শামসুজ্জামান দুদু বলেন, ৭৫ এর হত্যাকা- যখন সংঘটিত হয় তখন বেগম খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ। তখনো বিএনপিও তৈরি হয় নাই, তাকে (খালেদা জিয়া) তার পরিবার ছাড়া আর বেশি চিনতে পারতো বলেও আমাদের জানা নাই। কোন কারণে বেগম জিয়া এ হত্যাকা-ের সাথে নিজেকে জড়িত করবেন প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি ব্যাখ্যা করার দাবি জানাই। তিনি যদি ব্যাখ্যা করতে ব্যর্থ হন তাহলে এই অপপ্রচারের জন্য দয়া করে পদত্যাগ করুন।
তিনি বলেন, আসছে পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাতার দিন। বিএনপির প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সেপ্টেম্বর মাস গণতন্ত্রকে ফিরিয়ে আনার মাস। বিএনপি নির্বাচনে যাবে কত ধানে কত চাল এইবার টের পাবেন। আপনাদের এমন কোন শক্তি নাই বেগম জিয়াকে আটকে রাখবেন। তিনি মুক্তি পাবেন বিএনপির নেতাকর্মীরা জীবনকে বাজি রেখে তার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা নির্বাচনে যাবো।
আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতি এবং সংগঠনের সাধারন সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদী আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খাস, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সাবিরা নাজমুল, প্রমুখ বক্তব্য দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়