শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বছর বয়সেই জিম্বাবুয়েকে ‘না’ বললেন মুজারাবানি

স্পোর্টস ডেস্ক : মাত্রই একুশ বছরে পা রেখেছেন। ক্যারিয়ারের সমস্ত সময়টা এখনো তার সামনেই পড়ে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের মোহ ছেড়ে দেওয়া চাট্টিখানি কথা নয়, বিশেষ করে এই বয়সে। অথচ সেই কাজটিই করে বসলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও তার এই বিরতিকে বিদায় হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে তার মত অনেকেই দেশের ক্রিকেট থেকে বিরতি নিয়ে আর ফেরেননি জিম্বাবুয়ে জাতীয় দলের জার্সি গায়ে।

গতকাল বৃহস্পতিবার জিম্বাবুয়ের ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে মুজারাবানি জানান, ইংল্যান্ড ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের আসন্ন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরের জন্য দলের পেস আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ভাবা হচ্ছিল তাকে। তার এমন ঘোষণা দলের জন্য এসেছে বড় ধাক্কা হয়ে।

কিছুদিন আগে ইংল্যান্ডের ঘরোয়া দল নরদাম্পটনশায়ারের সাথে চুক্তি করেছেন মুজারাবানি। সেখানে তিনি কাটাবেন জাতীয় দল ছাড়ার পরবর্তী সময়টুকু। জিম্বাবুয়ের ক্রিকটে ছাড়া নিয়ে মুজারাবানি বলেন, ‘আমি আমার সাবেক সতীর্থ এবং জিম্বাবুয়ে ক্রিকেটকে শুভকামনা জানাচ্ছি। আমার দেশের প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার ছিল, কিন্তু মনে করি এখনই উপযুক্ত সময়- অন্য আরেকটি চ্যালেঞ্জকে মোকাবেলা করার।’

জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারে ১৮টি ওয়ানডে, ৬টি টি-২০ ও ১টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার। চলতি বছর বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে তার যাত্রা শুরু হয়। পরের মাসের ৫ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক ঘটে টি-২০ ফরম্যাটে। ১৯৯৬ সালে জন্ম নেওয়া ক্রিকেটার তার একমাত্র টেস্টটি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে। ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়