শিরোনাম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১০:০৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ বাংলাদেশ গড়তে জনগণকে এগিয়ে আসতে হবে: ফখরুল

সাব্বির আহমেদ: শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার থেকে বলা হচ্ছে আমরা নাকি আন্দোলনে উস্কানি দিয়েছি। উস্কানি নয় নিরাপদ সড়কের আন্দোলনের প্রথম দিনই আমরা প্রকাশ্য সমর্থন দিয়েছি। শুধু নিরাপদ সড়ক নয়, বাংলাদেশ গড়ার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সংহতি সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, যারা ব্যাংকের টাকা লুট করছেন, দুর্নীতি করছেন তাদের প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না; কিন্তু ছাত্রদের রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সব জায়গায় প্রধানমন্ত্রী বোধহয় জিয়া পরিবারের ভূত দেখতে পান। নইলে ১৫ আগস্টের ঘটনায় কিভাবে খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দেন। এই ধরনের অর্বাচীন কথা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না।

'দেশে ১/১১ এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যে বিএনপি'র এই নেতা বলেন, আপনারা সরকারে থেকে এক এগারোর প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন? তাহলে পদত্যাগ করেছেন না কেন। আওয়ামী লীগই ১/১১ সবচেয়ে বড় সুবিধাভোগী।

এই দানবীয় সরকার যেমন শিক্ষার্থীদের ওপর নির্যাতন করছে তেমনি সাংবাদিকদের ওপার চড়াও হচ্ছে- যোগ করেন ফখরুল। বলেন, ভিন্নমতের প্রতি যারা সোচ্চার হচ্ছে তাদেরকেই সরকার নাজেহাল করছে।

সরকার জনগণের ওপর একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার কাউকেই রেহাই দিচ্ছে না। তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, সরকার জানে তাদের বেচে থাকার জন্যই ফের ক্ষমতায় থাকতে হবে। তারা জানে ক্ষমতায় না তারা অস্তিত্ব হারাবে। আজ তরুণ প্রজন্মও তাদের পক্ষে নেই। সরকার যখনই দেখছে জনগণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই নতুন নতুন আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকার জনগণের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিচ্ছে। তাই অতীত ভুলে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়