শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ পবিত্র হজের আগে শেষ জুমা

সাজিয়া আক্তার : আজ শুক্রবার, পবিত্র হজের আগে শেষ জুমা। অনেকে গতকাল বৃহস্পতিবার থেকেই জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল শনিবার হজের অংশ হিসেবে মিনারের উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা।

পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে হাজির হয়েছেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৫৫ জন ও বাকিরা বেসরকারি ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এসেছেন। সৌদি সরকার এবারও বৈধ হজযাত্রীদের নিরাপদ রাখতে ব্যবস্থা গ্রহণ করেছে।

মক্কার পুলিশপ্রধান সাইয়েদ বিন সালেম আল কারনি জানিয়েছেন, হজে অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে ১০৯টি চেক পয়েন্ট বসানো হয়েছে। হজের বৈধ অনুমতিপত্র না থাকায় ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ ব্যক্তিকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। হজের সময় মক্কায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় ৮৫ হাজার ৯৬৫টি গাড়িকেও ফেরত পাঠানো হয়েছে।

সংখ্যার দিক থেকে এবার যথাক্রমে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তুরস্ক, ইরান থেকে বেশি মুসল্লি পবিত্র হজ পালন করতে এসেছেন।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান বলেন, গতকাল পর্যন্ত ৩৪৮টি ফ্লাইটে ১ লাখ ২১ হাজার হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। এ পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। ২০ আগস্ট পবিত্র হজ পালিত হবে।

সুত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়