শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বাঁচাতে সমন্বিত পরিকল্পনার জন্য দরকার ওয়ার্কিং কমিটি

ফাহিম ফয়সাল : ঢাকাকে বসবাসের যোগ্য করে তুলতে হলে একটি কার্যকর সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

শুক্রবার (১৭ আগস্ট) রাজধানীর কলাবাগানে পবা আয়োজিত “অবসবাসযোগ্য নগরীর তালিকায় অন্যতম ঢাকা ঃ উত্তরণের উপায়” শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ঢাকাকে বাঁচানো জরুরী প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই সিটি করপোরেশনের মেয়রসহ ঢাকার সংশ্লিষ্ট ৫৪টি মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নগর পরিকল্পনাবিদ পরিবেশ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জন অধিকার বিশেষজ্ঞ প্রমুখের সমন্বয়ে একটি শক্তিশালী ওয়ার্কিং গঠন করতে হবে। নইলে ঢাকা শহরকে বাঁচানো সম্ভব হবে না।

মূল বক্তব্যে বলা হয়, ঢাকা গত ৭ বছর যাবত বসবাসেরর অযোগ্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ নম্বরে উঠা-নামা করছে। আমরা ঢাকার বর্তমান অবস্থার দিকে তাকালে লক্ষ্য করি ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ৬৩ ভাগ। এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২ লাখ লোক বাসবাস করে। শহরে বসবাসকারী জনসংখ্যার ৪০ ভাগ হচ্ছে ঢাকায়। দেশের জিডিপির ৩৫ শতাংশ ঢাকা থেকে আসে এবং দেশের সামগ্রিক কর্ম সামর্থ্যরে ৩০ ভাগ ঢাকাতে বসবাস করে। ঢাকার বস্তিগুলোর জনঘনত্ব বাংলাদেশের একটি সাধারণ গ্রামের তুলনায় ৩০ ভাগ বেশি। এই প্রেক্ষাপটে ঢাকার অবস্থাকে বিশ্লেষণ করতে হবে।

আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ কতগুলো ঝুঁকিপূর্ণ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকুলের একটি বড় অংশ আগামী ৩০ বছরের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে, জনগোষ্ঠীর বিশাল একটি অংশ জলবায়ু উদ্বাস্তু হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। জল ও জমির লবণাক্ততার বৃদ্ধির ফলে কৃষিতে ব্যাপক বিপর্যয় দেখা দিবে। অপরিকল্পিত নগরায়নের ফলে ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক ব্যবস্থাপনা ও গৃহ নির্মাণ ব্যবস্থাপনাসহ সর্বক্ষেত্রে অব্যবস্থাপনা বিরাজ করছে। খেলার মাঠ, পার্ক, জলাধারসহ পরিবেশ ব্যাপকভাবে বিপর্যস্ত। এমতাবস্থায় আমরা মনে করি ঢাকা মহানগরী শুধু বসবাসের একটি অযোগ্য নগরই নয় এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

ঢাকাকে বসবাসযোগ্য করতে পবা’র পক্ষ থেকে সুপারিশ হচ্ছে-
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে দুই সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, ঢাকা মেট্রো পলিটান পুলিশসহ ঢাকা নগর সংশ্লিষ্ট ৫৪টি মন্ত্রণালয়ের সমন্বয়ে শক্তিশালী একটি ওয়ার্কিং কমিটি গঠন করে আগামী ৬ মাসের মধ্যে বসবাসযোগ্য ঢাকার একটি মহাপরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।

এই ওয়ার্কিং কমিটিতে শহরে বসবাসের উপযোগীতার সাথে যুক্ত বিশেষজ্ঞগণ যেমন নগর-পরিকল্পনাবিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিবেশবাদীসহ এ সম্পর্কিত বিষয়ে বিশেষজ্ঞগণ যুক্ত থাকবেন।

এই পরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রিয় সরকার, স্থানীয় সরকার এবং জনগণ যুক্ত থাকবে। এই বিষয়টি বাস্তবায়নের জন্য রাজনৈতিক মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করবো প্রতিটি রাজনৈতিক দল ঢাকা মহানগরীর উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করবে।

ঢাকা শহর বর্তমানে সেবা প্রদান এবং উৎপাদন দুধরনের কর্মকান্ডের প্রাণ কেন্দ্র । ঢাকা শহর ভিত্তিক এই উৎপাদনমুখী কর্মকান্ডকে ক্রনান্বয়ে ঢাকা শহরের বাইরে সারা দেশে পরিকল্পিতভাবে ছড়িয়ে দিতে হবে। ঢাকা শুধু কেন্দ্রিয় সেবা প্রদানের ক্ষেত্র হবে। এ জন্য সারা দেশে কার্যকরী প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিকেন্দ্রিকরণের যে নিদের্শনা আমাদের সংবিধানে বর্ণিত হয়েছে তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং পবা’র সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবা’র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পবা’র সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবদুস সোবহান, নাসফ-এর সাধারন সম্পাদক মো. তৈয়ব আলী, সহ-সম্পাদক ব্যারিস্টার নিশাত মাহমুদ, গ্রীণ ফোর্সের সমন্বয়ক মেসবাহ সুমন, নবযাত্রা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আজমল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়