শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অপরাধে মানিক মন্ডল (২৩) নামের এক হিন্দু যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত দুইটায় তাকে তার মামা বাড়ি ফাসিয়াতলা থেকে পলাতক অবস্থায় আটক করা হয়। সে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের মনরঞ্জন মন্ডলের ছেলে। এদিকে বিষয়টি নিয়ে উপজেলার ফেসবুক ব্যবহারকারীরা প্রতিবাদের ঝড় তুলেছেন।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, মানিক মন্ডল তার নিজের ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালাগাল লিখে স্ট্যাটাস দেয়।এ বিষয়টি ফেসবুকে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে।

এতে করে উপজেলার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এবং এর প্রতিবাদে ঝড় শুরু হয়। বিষয়টি কালকিনি থানা পুলিশের নজরে এলে এসআই মো. জসিমউদ্দিনের নেতৃত্বে তারা ওই যুবক মানিক মন্ডলকে খুঁজে আটক করে থানায় নিয়ে আসেন।

শুক্রবার সকালে কালকিনি থানায় বসে জেলা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও সুমন দেব তাকে বিষয়টি নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

মসজিদ ঈমাম মিজানুর বলেন, কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্য করা আমাদের প্রকৃত মানুষের কাজ নয়।

এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, মানিক মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিয়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়