Skip to main content

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে

জাফরুল অালম: মিয়ানমারের অারাকান রাজ্য থেকে প্রাণ নিয়ে পালিয়ে অাসা রোহিঙ্গাদের স্রোত দেশের অভ্যন্তরে নানামুখী অপতৎপরতার উদয় হয়েছে। তাই অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার অাহ্বান জানানো হয়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেস সংঘ (বিএমও) অায়োজিত মানববন্ধন থেকে বক্তারা এ অাহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ১ কোটি মানুষ কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসে অবস্থান করছেন। রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলার বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা শহর-বন্দরে প্রায় ৫০ লক্ষাধিক শিক্ষিত জনগোষ্ঠী মেস বা হোস্টেলে থেকে চাকরির অাশার হন্যে হয়ে ঘুরছে। এছাড়া ৬৫ হাজারের বর্গমাইলের বাংলাদেশে ১৬ কোটি মানুষের বসবাসের স্থান সংকুলান হচ্ছে না। এ প্রভাব পড়ছে দেশের মধ্যে। বক্তারা মিয়ানমার সরকারের সমালোচনা করে বলেন, মিয়ানমার সরকার ও সন্ত্রাসীরা রোহিঙ্গাদের বাঙালি বা বাংলাভাষী বলে বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে মাতৃভাষা বাংলাকে অপদস্থ করে বাংলাদেশে পাঠাচ্ছে। এমনকি বিশ্ব নেতাদের কথায়ও কর্ণপাত করছে না তারা। বক্তারা অারও বলেন, অতিদ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। নইলে বাংলাদেশ কঠিন বিপর্যয়ের মধ্যে পড়বে। সংগঠনের সহ-সভাপতি অাকতার সিরাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অায়াতুল্লাহ্ অাকতার, কাজী হাসান, জিন্টু উল্লাহ্, মো. রফিক প্রমুখ। এ সময় মানববন্ধন থেকে বিএমও'র ১৩ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

অন্যান্য সংবাদ