Skip to main content

বিনা ভো‌টের সরকার ব‌লেই ভ‌য়ে থা‌কে: মান্না

মো. ইউসুফ আলী বাচ্চু: বর্তমান সরকার বিনা ভোটের সরকার তারা সব সময় ভয়ে থাকে মন্তব্য ক‌রে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন ,একটা পাতা যদি পড়ে । তারা ভা‌বে এই বুঝি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। এই ভয়ে থাকে বলেই কিশোরদের আন্দোলনকে ভয় করে তা‌দের গ্রেফতার ক‌রে নির্যাতন কর‌ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের ব্যানারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না ব‌লেন, বর্তমানে সালোয়ার কামিজ পরে থাকলেই বিপদ। ‌গ্রেফতার ক‌রে নি‌য়ে যা‌চ্ছে। প‌ত্রিকায় দেখলাম গতকাল এরকম একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরকম কত কামিজ পরা , প্যান্ট পরা ব্যক্তিকে মনে মনে ধরে রেখেছে রাস্তায় পেলেই ধরে নিয়ে যাবে তার কোনো ঠিক নাই। তিনি ব‌লেন,আমরা সবাই জানি নিরাপদ সড়ক চাই আন্দোলন একটি নিরাপদ আন্দোলন। এটা সরকারবিরোধী আন্দোলন বা সরকার পতনের কোনো আন্দোলন ছিল না এবং রাজনৈতিক কোনো আন্দোলনও ছিল না। বাংলাদেশের ১৬ কোটি মানুষ যখন চায় তারা রাস্তায় নিরাপদে হাঁটবে। শুধু ঢাকা মহানগরীতে নয় সারা দেশে রাস্তা নিরাপদ নয় এই জন্য কোমলমতি ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছিল। ‌তি‌নি আরও ব‌লেন,এই সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা বিভিন্ন সময় বলছে যারা ছাত্রদের আন্দোলনে ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে অথচ সাংবাদিকদের উপর হামলা হল তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না। এ কেমন নী‌তি বিচার করা হ‌চ্ছে তা আমার জানা নাই। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডঃ জাফর উল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, কোমলমতি ছাত্রদেরকে যেভাবে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে কি আপনি সভ্য সমাজ বলবেন? তিনি বলেন, ১০০ বছর পরে যদি কোন নতুন সরকার আসে সেই সরকার যদি আপনাদের ছবিগুলোকে দড়ি বেঁধে নিয়ে যায় সেটা কি আপনি পছন্দ করবেন? যদি না চান তাহলে জনগণকে কথা বলার অধিকার দেন? ‌তি‌নি আরও ব‌লেন,আপনি জয় ও পুতুলের মা অনুগ্রহ করে সাধারন জনগনের মায়ের দুঃখটা বোঝেন। আপনি মুখ বন্ধ মা হবেন না ।মুখ বন্ধের মা হলে নিঃসন্দেহে ভালো হবে না‌ৈ আপনি দিনকে দিন বলার চেষ্টা করুন। এসময় তি‌নি প্রধানমন্ত্রী কে প্রশ্ন ক‌রে ব‌লেন, আপনি বলেছেন কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন যৌক্তিক ছিল তাহলে আজ কেন তাদের গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে? বর্তমানে বিচার বিভাগ অন্যায় করছে মন্তব্য করে তিনি বলেন, এটা বিচার বিভাগ না তারা একটি গর্দভ এর কাজ করছে। ন্যায় সুষ্ঠু বিচার এখন বিচার বিভাগকে নেই ব‌লেও তি‌নি যোগ ক‌রেন। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী ছাত্র-ছাত্রীদের পরিবারবর্গ।

অন্যান্য সংবাদ