শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা হারানোর গন্ধ পাচ্ছেন না? কাদেরকে দুদু’র প্রশ্ন

শিমুল মাহমুদ: আমরা আরো একটি এক-এগারো এর গন্ধ পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া এমন বক্তব্যের কড়া সমালেচনা করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'এক-এগারোর কেন? গন্ধ পাচ্ছেন না যে  একমাস পরে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন কিনা। বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত 'বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন:সংকট উত্তরনের এক মাত্র উপায়" শীর্ষক এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, 'আমি গতকাল রাত থেকে একটু উদ্বিগ্ন হতাশ এবং আতঙ্কগ্রস্ত। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি চিন্তাভাবনা আছে মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি করে যাব। কিন্তু গতকাল গণমাধ্যমে নিউজ দেখে আমি একটু হতাশাগ্রস্ত। শেখ হাসিনা একটি অভিনব প্রধানমন্ত্রী। ১৫৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা গতকাল বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে শুধু জিয়া জড়িত না, তার স্ত্রী বেগম খালেদা জিয়াও জড়িত। কোর্ট যখন তাকে রং হেডেট বলেছিল আমি তখন মেনে নিতে পারি নাই। যেমন কোর্ট এখন খালেদা জিয়াকে আটক করে রেখেছে জামিন দিচ্ছো না এটাও আমার কাছে ঠিক মনে হচ্ছে না।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'গতকাল প্রধানমন্ত্রীর নিউজ যখন বিভিন্ন গণমাধ্যমে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে একটি সুস্থ মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলছে কিনা? আমি সন্দেহের মধ্যে আছি। কারণ ৭৫ এর হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন বেগম খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ। তখন তো বিএনপিও তৈরি হয় নাই, তাকে তার পরিবার ছাড়া আর বেশি মানুষ চিনতে পারতো বলেও আমার মনে হয় না। কোন কারণে তিনি এ হত্যাকাণ্ডের সাথে নিজেকে জড়িত করবেন প্রধানমন্ত্রী যদি ব্যাখ্যা করেন তাহলে আমার এই অস্থিরতা একটু হলেও কমবে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি ব্যাখ্যা করার দাব জানাই। তিনি যদি ব্যাখ্যা করতে ব্যর্থ হন তাহলে এই অপপ্রচারের জন্য দয়া করে পদত্যাগ করুন।

তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী হাস্যকর কথা বলার একটি রেওয়াজে পরিণত হয়েছে। তাদের যে সাধারণ সম্পাদক আছেন এটাও একটি হাস্যকর। তিনি গতকাল বলেছেন আমরা আবারো একটি ১/১১ এর গন্ধ পাচ্ছি। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন ১/১১ তার আন্দোলনের ফসল। এখানে কোনটা সত্য তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আপনারা এত কিছুর গন্ধ পাচ্ছেন কিন্তু গন্ধ পাচ্ছেন না একমাস পরে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন কিনা। বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসবেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি সরকারেরর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ বলেন,'সেপ্টেম্বর আসছে সামনে পহেলা সেপ্টেম্বর বিএনপি'র প্রতিষ্ঠাতার দিন। বিএনপির প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সেপ্টেম্বর মাস গণতন্ত্রকে ফিরিয়ে আনার মাস। বিএনপি নির্বাচনে যাবে কত ধানে কত চাল এইবার টের পাবেন। আপনাদের এমন কোন শক্তি নাই বেগম জিয়াকে আটকে রাখবেন। তিনি মুক্তি পাবেন বিএনপির নেতাকর্মীরা জীবনকে বাজি রেখে তার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা নির্বাচনে যাবো।

আয়োজক সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতি এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদী আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খাস,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ,সাবিরা নাজমুল, প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়