শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল প্রতিরক্ষা ব্যয় বাড়াবে ৯৫ কোটি ডলার

রাশিদ রিয়াজ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের গত ২০ বছরের অর্থনীতিকে চমৎকার উল্লেখ করে বলেছেন, ছোট দেশ হিসেবে প্রতিরক্ষা ব্যয় আরো বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যয় বর্তমানে ইসরায়েলের জিএনপি ৩১ হাজার ৬’শ কোটির ৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে। সে হিসেবে বাড়তি প্রতিরক্ষা ব্যয় ৬৩ থেকে ৯৫ কোটি ডলারের মধ্যে বৃদ্ধি পাবে। এ ব্যয় ব্যবহার করা হবে সাইবার দক্ষতা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, প্রতিরক্ষা খাতে বিভিন্ন ধরনের বাধা অপসারণ ও নিরাপত্তার কাজে। টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের এ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি হচ্ছে ‘২০৩০ সিকিউরিটি কনসেপ্ট’এর আওতায়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টি নিয়ে দেশটির সংসদ নেসেটে প্রতিরক্ষা কমিটির সদস্য, শীর্ষ সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা শিনবেত ও মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাকে পরামর্শ দিয়েছেন আগামী এক দশকে সামরিক বাহিনীতে লোকবল বৃদ্ধির। এ পরিকল্পনা তৈরি হয়েছে গত দুই বছর ধরে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে সবসময়। যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে তা অব্যাহত রাখতেই প্রতিরক্ষা ব্যয় আরো বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। এছাড়া ইসরায়েল গাজা উপত্যকা থেকে যে কোনো হামলা প্রতিরোধে সমুদ্র সৈকতে ৮৩ কোটি ডলার ব্যয়ে সাড়ে ৬’শ ফুট লম্বা ও ১৬০ ফুট চওড়া ৬০ কিলোমিটারের পাথরের বেষ্টনী তৈরি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়