শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হচ্ছে রোনালদোবিহীন লা লিগা, রোনালদোকে নিয়ে সিরি আ

স্পোর্টস ডেস্ক: নলিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ, গত নয় বছর ধরে এই দুই নাম স্প্যানিশ লা লিগার দিকে চুম্বকের মতো টেনেছে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তকে। এবারও মেসি থাকছেন, কিন্তু রোনালদো হয়ে গেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। তাতে নয় মৌসুম পর সময়ের একজন মহাতারকাকে ছাড়াই লা লিগা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর রোনালদোকে নিয়ে আবারও জেগে ওঠার অপেক্ষায় ইতালিয়ান সিরি আ।
আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২.১৫ মিনিটে জিরোনা ও রিয়াল ভ্যালাদোলিদ ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৮-১৯ লা লিগা মৌসুম। একই রাতে ২.১৫ মিনিটে নামবে রিয়াল বেটিস ও লেভান্তে।

শনিবার রাত ২.১৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মৌসুম শুরু হবে দেপোর্তিভো আলাভেসের ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। আর রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে গেটাফের বিপক্ষে, রোববার রাত ২.১৫ মিনিটে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ভ্যালেন্সিয়ার মাঠে, সোমবার রাত ১২টায়।

রোনালদোর ছোঁয়ায় নতুন করে জেগে ওঠা সিরি আর নতুন মৌসুম শুরু হবে জুভেন্টাসের ম্যাচ দিয়েই। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চিয়েভো ভেরনার মাঠে নামার মধ্য দিয়ে শুরু হবে জুভদের ‘স্কুডেট্টো’ ধরে রাখার মিশন। আর এই ম্যাচের মধ্যে দিয়েই শুরু হতে পারে ইতালিতে রোনালদো যুগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়