শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্দেহজনক লেনদেন: শেয়ারবাজারের ৩ কোম্পানির লেনদেনে বিএসইসির স্থগিতাদেশ

ফয়সাল মেহেদী: সন্দেহজনক লেনদেনের কারণে তিন কোম্পানির লেনদেন স্থগিত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই স্থগিতাদেশ পরবর্তী কার্যদিবস থেকে কার্যকর হবে। কোম্পানি ৩টি হলো- মুন্নু জুট স্টাফলার্স, লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকার্স। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর সেকশন ৯ (৭) অনুসারে কোম্পানিগুলোর ট্রেড সাসপেন্ড করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবস এই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারসের অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। ওই কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান এবং সরকারি পরিচালক মো. শহিদুল ইসলাম। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিশনের কর্মকর্তারা বলছেন, অস্বাভাবিক দর বৃদ্ধি, অস্বাভাবিক শেয়ার ভলিয়ম ও লেনদেনসহ বেশ কিছু বিষয় পরিলক্ষিত হওয়ায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ৬টি কোম্পানির বিষয়ে তদন্ত কমিটি করা হয়। যার তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।

এছাড়াও কমিশনের নির্দেশনা অনুযায়ী, মূল বাজারে লেনদেন বন্ধ থাকলেও শুধু স্পট মার্কেটে লেনদেন হবে ৫ কোম্পানির। এগুলো হলো- মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়