শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দিরা গান্ধীকে ‘দুর্গা’ বলেছিলেন বাজপেয়ী

অনলাইন ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত রাজনীতিক অটলবিহারী বাজপেয়ী ছিলেন খুবই সহজ সরল মানুষ। মনে প্রাণে যা বিশ্বাস করতেন তাই বলতেন। কোনোদিন কারোর প্রতি বিষোদগার করেননি। কখনও জোরে কথা বলেননি।

বিজেপির নেতা হওয়া সত্ত্বেও তিনি কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীকে খুব পছন্দ করতেন। নিজের এই পছন্দের কথা গোপন করার চেষ্টা করেননি কখনও। একবার সংসদে দাঁড়িয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রীকে ‘দুর্গা’ বলেও সম্বোধন করেছিলেন।

১৯৭২ সাল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সবে শেষ হয়েছে। পাকিস্তানের হানাদার বাহিনীকে হটিয়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের তৎকালীর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতা সর্বজনবিদিত। এই যুদ্ধের পর সংসদে দাঁড়িয়েই ইন্দিরা গান্ধীকে 'দুর্গা' বলে অভিহিত করেছিলেন বাজপেয়ী। সেদিনের এ ঘটনার সাক্ষী ছিলেন ভারতের আরেক রাজনৈতিক নেতা সুব্রত মুখোপাধ্যায়। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে তিনিই জানান এ তথ্য।

কলকাতার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আমৃত্যু অটুট ছিল বাজপেয়ীর সুসম্পর্ক। প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতায় এসে কালীঘাটে মমতার বাড়িতে গিয়েছিলেন বাজপেয়ী। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর পা ছুঁয়ে প্রণাম করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আটল বিহারী বাজপেয়ী। এরপর তার আশীর্বাদ চেয়ে নেন। এতটাই সরল ছিলেন বাজপেয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়