শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:০৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তা পারাপারে অনিয়মের যেন থামছেই না

কান্তা আইচ রায় :, কোনো কিছুতেই নিয়মের আওতায় আনা যাচ্ছে না রাজধানীর বেপরোয়া পথচারীদের। শিক্ষার্থীদের আন্দোলন থেকে ট্রাফিক সপ্তাহ,কোন কিছুতেই যেন থামানো যাচ্ছে না বেপরোয়া পথচারীদের। মাথার উপরে ফুটওভার ব্রিজ কিংবা রাস্তার নিচে রয়েছে আন্ডার পাস। তা সত্ত্বেও সব বয়সী পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত যানবাহন উপেক্ষা করেই রাস্তা পারাপার হচ্ছেন। চালকরা বলছেন, এর কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের চেয়ে ছোট থেকেই সবাইকে সড়ক ব্যবহারের ওপর জোর দিতে হবে।

শিশু, যুবক কিংবা বৃদ্ধ রাস্তা পারাপারে সবাই মেতে উঠেছেন অনিয়মের খেলায়।

কোন কিছুতেই আটকানো যাচ্ছে না বেপরোয়া পথচারীদের চলন্ত গাড়ি কিংবা আইল্যান্ডের গ্রিল। হিসেব করে দেখা যায়, শুধু নিউমার্কেট এলাকাতেই প্রতি এক মিনিটে নিয়ম ভেঙ্গে ১২ থেকে ১৫ জন পথচারী রাস্তা পারাপার হচ্ছে। অথচ মাথার ওপরেই রয়েছে একাধিক ফুটওভার ব্রিজ।

শুধু নিউমার্কেটই নয়, জীবনের ঝুঁকি নিয়ে পুরো নগর জুড়েই এভাবে রাস্তা পারাপার হচ্ছে বেশীরভাগ পথচারী।

তবে রাজধানীর বনানী থেকে খিলক্ষেত পর্যন্ত অনেক জায়গাতেই আবার ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন পথচারীরা। তাদের দাবি, কিছু কিছু জায়গার ওভার ব্রিজ আবার ব্যবহার অনুপযোগী।

বুয়েটের গবেষণায় দেখা গেছে, প্রতি বছর ঢাকা শহরে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় তার ৪৭ শতাংশের জন্যই দায়ী এসব বেপরোয়া পথচারী। তাই চালকরা বলছেন, পথচারীরা নিয়ম মেনে রাস্তা পারাপার হয় তাহল সড়ক দুর্ঘটনার পাশাপাশি যানজটও কিছুটা কমে আসবে। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়