শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু শনাক্তে কোরবানি হাট বাজারে ভেটেরিনারি মেডিকেল টিম

আহমেদ মুনির, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কোরবানির বিভিন্ন হাটবাজারে ৪টি ভেটেরিনারি মেডিকেল টিম বাজার পরিদর্শন ও পাণি স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছেন।ক্ষতিকর রাসায়নিক/ স্টেরয়েড(হরমোন) ব্যবহার করে মোটতাজাকরণ গরু চিহিৃতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা,হাটে হঠাৎ গরু অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসা দেয়া, ক্রেতা-বিত্রেুতার অনুরোধে গর্ভ যাচাই, ও প্রাণী বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান এ টিমের প্রধান কাজ।

বোরহানউদ্দিন প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বাজার সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের জন্য তাদের এ কার্যক্রম।এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আ. কুদ্দুস।তাদের এ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পার্থ সারথী দত্ত’র তত্ত্বাবধানে একটি টিম এরং তার নেতৃত্বে অপর একটি টিম উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার হাটবাজারগুলোতে এ কাজ পরিচালনা করবে।

বৃহস্পতিবার বোরহানউদ্দিন পৌরসভার পিছনের বালুর মাঠে অনুষ্ঠিত কোরবানির বাজারে গিয়ে দেখা যায়-ওই মেডিকেল টিম কাজ করছেন।বিশেষ করে ক্ষতিকর রাসায়নিক হরমোন দ্বারা মোটাতাজাকরণকৃত গরু তারা যাচাই বাচাই করছে।ভেটেরিনারি সার্জন ডা. মনিরুল ইসলাম জানান, ওই রকম গরু পেলে খামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৭ আগষ্ট এ কার্যক্রম শুরু হয়ে কোরবানির আগের দিন পর্যন্ত চলবে বলে জানান প্রাণি সম্পদ অফিস।৩ জন মাঠ কর্মী,১জন করে কম্পাউন্ডার,ড্রেসার ও কৃত্রিম প্রজনন কর্মী ও এনএটিপি প্রকল্পের ৯জন সিল নিয়ে এ টিম গঠিত।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আ. কুদদূস জানান, পশুর হাটগুলোকে নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে অসুস্থ্য, রোগাকান্ত কিংবা ক্ষতিকর রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজাকৃত গরু বিক্রয় বন্ধ করব।পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলেসহ ক্রেতা বিক্রেতার চলাচল নিবিঘ্ন রাখার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়