শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্কুল-কলেজের বাচ্চাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারের জন্য অসুবিধাজনক’

আশিক রহমান: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সম্পৃক্ত স্কুল-কলেজের বাচ্চাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারের জন্য অসুবিধাজনক হবে বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে তো স্কুল-কলেজের বাচ্চারা সম্পৃক্ত ছিল, তারা আঠারোর বছরের নিচে। তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া তো সরকারের জন্য অসুবিধাজনক। কিন্তু আঠারো বছরের উপরের কেউ যদি আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে থাকে বা আন্দোলন করে থাকে সরকার এটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবেই দেখবে।

তিনি আরও বলেন, আমি মনে করি না নিরাপদ সড়ক চাই আন্দোলন রাজনৈতিক। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রথম পর্যায় ছিল শিশু-কিশোরদের। কিন্তু আমাদের তরুণদের মধ্যে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এটা বোধ হয় সরকার ততটা মানতে পারছে না বা মানতে চাইলেও এ বিষয়ে তাদের কিছু করার নেই। আন্দোলনের শেষ দিকে যে পরিস্থিতি ছিল, তাতে অনেকেই যোগ দিয়েছিল, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য নয়।

এক প্রশ্নের জবাবে আফসান চৌধুরী বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়। দীর্ঘদিন ধরে একটা অস্বস্তি চলছে। এই অস্বস্তির ভিত্তি আমার কাছে মনে হয়, অর্থনৈতিক। আমাদের তরুণেরা অনেক হতাশাগ্রস্ত। ফলে যখনই একটা সুযোগ পাচ্ছে তখন তরুণদের এই আস্ফালনটা দেখা যাচ্ছে। সরকার নিশ্চয় এই বিষয়টা নিয়ে দুঃচিন্তায় আছে। যে কারণে সরকারের এই রিঅ্যাকশনটা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়