শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল তাজের চেক লিস্ট, আওয়ামী লীগের উপলব্ধি কী?

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার : গণতন্ত্রের ছদ্মাবরণে দেশে এখন স্বৈরাচারী শাসন চলছে। সরকার তাদের গণতন্ত্রের মানসকন্যা ও মানবতার মা হিসাবে পরিচয় দেওয়ায় যতই চেষ্টা করুক না কেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে স্বৈরতন্ত্রের তকমা তারা ঘুচাতে পারছে না। একটি জাতীয় পত্রিকায় ৮-৮-২০১৮ তারিখে প্রকাশিত একটি সংবাদে দেখা যায় যে, সরকারের একজন প্রতিমন্ত্রী (সোহেল তাজ) স্বৈরাচারী শাসন কি তার একটি বর্ণনা দিয়েছেন। স্বৈরাচারী শাসনের চেক লিস্ট বর্ণনায় তিনি ৮টি পয়েন্ট উল্লেখ করেছেন যা নিম্নরূপ, যথা (১) যখন সাধারণ মানুষ তার মুক্তচিন্তা ব্যক্ত করতে ভয় পায়, (২) যখন দল, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে যায় আর সরকারকে সমালোচনা করলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে আখ্যায়িত করা হয়, (৩) যখন দেশের প্রচলিত নানা আইন এবং নতুন নতুন আইন সৃষ্টি/তৈরি করে তার অপব্যবহার করে রিমান্ডে নেয় এবং নির্যাতন করা হয়, (৪) বিনাবিচারে হত্যা ও গুম করে ফেলা হয় ও (৫) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হয়, (৬) আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পুলিশসহ অন্যান্য সংস্থাকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়, (৭) যখন সাধারণ নাগরিকসহ সকলের কথাবার্তা, ফোনালাপ, সোশ্যাল মিডিয়া পোস্ট মনিটর ও রেকর্ড করা হয়, (৮) যখন এই সমস্ত বিষয় রিপোর্ট না করার জন্য সংবাদমাধ্যম, সাংবাদিকদের গোয়েন্দা সংস্থা দিয়ে হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (পদত্যাগ করেছেন, গৃহিত হয়েছে কিনা জানা যায়নি) সোহেল তাজকে চিনি ২০০৪ সাল থেকে যখন আমরা দুজনেই মহাখালীস্থ (ঢাকা) স্পোর্স জোনের নিয়মিত সদস্য ছিলাম। সেখানে এক্সসারসাইজ করার সময় কখনো পাশাপাশি ট্রেড মিলে দৌড়ানোর সময় বা যেকোনো ইভেন্ট করার ফাঁকে ফাঁকে আলাপচারিতা হতো। নিজ দলীয় আনুগত্যের প্রশ্নে তার কোনো কমতি দেখিনি। তবে মন্ত্রীত্ব ছেড়ে চলে যাওয়া, স্বৈরাচারের উপাদানের ও স্বৈরশাসনের চেক লিস্ট উল্লেখ করেছেন তা অত্যান্ত যুক্তিসংগত। রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের অভিভাবক যা রাষ্ট্রীয় অর্থে লালিত একটি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তার জন্য সর্বশক্তি নিয়োগ করবে কিন্তু প্রতিশোধ গ্রহণ করতে পারে না, মৌলিক অধিকারকে স্তব্দ করতে পারে না। এ্যারিস্টটলের মতে, রাষ্ট্র বলতে ‘কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জাতি।’ মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের মতে, ‘মানবজাতির অংশ বিশেষকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে দেখা গেলে তাকে রাষ্ট্র বলে।’ সোহেল তাজ স্বৈরশাসনের যে চেক লিস্ট প্রদান করেছেন তা যদি সরকার মিলিয়ে দেখতেন বা সরকার সমর্থিত বুদ্দিজীবীদের দ্বারা পরীক্ষা করাতেন তবে সরকার প্রধান শেখ হাসিনা অবশ্যই উপলব্ধি করতে পারতেন যে, তার শাসনামলে কি পরিমাণ স্বৈরতন্ত্র চালু রয়েছে।

লেখক : আইনজীবী ও রাজনীতিবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়