শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনের আশি শতাংশ প্রস্তুতি শেষ

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনের প্রায় ৮০ ভাগ প্রস্তুতিমূলক কাজ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সংসদ নির্বাচনের আগে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই।

কমিশন এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, আমরা ধরে রেখেছি ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন হবে। যা যা করা দরকার তার সব প্রস্তুতি কমিশন গ্রহণ করছে। ইতোমধ্যে আমাদের প্রায় ৮০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে। এরপর নির্বাচন কমিশন আমাদের যে নিদের্শনা দেবে, আমরা সেই মোতাবেক কাজ করব। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কমিশনের বৈঠকে ভোটের তারিখ নিয়ে আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষার্ধে অথবা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে পারে। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় সেই হিসাবে ৩০ অক্টোবর থেকে নির্বাচনের ‘কাউন্টডাউন শুরু হবে’ বলে জানান হেলালুদ্দীন। নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই হিসাবে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি আছে।

সচিব বলেন, ইতোমধ্যে আমাদের ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। আমাদের ৪২ হাজার ভোট কেন্দ্র আছে। আমরা শুনেছি, আরও ৫ হাজার কেন্দ্র বাড়তে পারে। এগুলোর খসড়া তালিকা জেলা, উপজেলা পর্যায় থেকে প্রকাশ করা হয়েছে। যারা কমিশনের স্টেকহোল্ডার আছেন, তারা এগুলো দেখবেন। তাতে তাদের যদি কোনো আপত্তি থাকে, তাহলে শুনানি হবে এবং সরেজমিন তদন্ত করে নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করে আমাদের কাছে পাঠাবেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল পুনর্বিবেচনার জন্য আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন তাদের আবেদন গ্রহণ করেছে এবং মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠিয়েছে। মাঠ থেকে তদন্ত হয়ে এলে কমিশন দেখবে, তাদের নিবন্ধন দেওয়া যায় কিনা। ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সার্কভুক্ত আট দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে ফেম্বোসা সম্মেলনের বিষয়েও সাংবাদিকদের কিছু তথ্য দেন ইসি সচিব। তিনি বলেন, সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে প্রতি বছর ফেম্বোসা সম্মেলন হয়। এবার তা ঢাকায় হচ্ছে। হোটেল র‌্যাডিসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবারের সম্মেলন উদ্বোধন করবেন। আট দেশের নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সেখানে আলোচনা হবে জানিয়ে হেলালুদ্দীন বলেন, কোন দেশে কীভাবে নির্বাচন হচ্ছে, নির্বাচনের পদ্ধতিগুলো কী এবং রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে কীভাবে নির্বাচন করা যায় সে বিষয়গুলো আলোচনা হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজক দেশ হিসেবে সম্মেলনকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়