শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যারয়ের(ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৪র্থ বর্ষের মুশফিক বাবু নামের ওই শিক্ষার্থী বুধবার রাতে নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাঁর বাবা শফিকুল হায়দার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তারা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। যোগাযোগ করা হলে আইএসপিআর মৃত্যুর খবর নিশ্চিত করে। তারা বলেছে, ছাদ থেকে পড়ে মারা গেছেন মুশফিক মাহবুব।

মুশফিকের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত আটটার দিকে বাসা থেকে বেরিয়ে যান মুশফিক। এরপর অনেকক্ষণ ফিরে না এলে তাঁর বাবা বাসার ছাদে উঠে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাঁর লাশ আটতলা বাসার নিচে পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে সেনানিবাসে তাঁর জানাজা হয়। বন্ধুরা জানিয়েছেন, তাঁর লাশ কুড়িগ্রামে তাঁদের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, মুশফিক বিজয় একাত্তর হলের অনাবাসিক ছাত্র ছিলেন। বিভাগের মাধ্যমে মৃত্যুর খবরটি তিনি জেনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়