শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০২:৪৯ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার বন্ধ এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ

শরীফা খাতুন শিউলী, খুলনা: সারাদেশে বিভিন্ন জুট মিলের শ্রমিকরা যখন নায্য বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছে ঠিক তখন বন্ধ থাকা এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা বেতন-ভাতা পরিশোধ করেছে মিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর মীরেরডাঙ্গাস্থ এ্যাজাক্স জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া পাওনার একটি অংশ পরিশোধ করেন সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাজাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান তালুকদার।

শ্রমিকদের চেক প্রদান পূর্ব মূহুর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেন, বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব জাহাঙ্গীর আলম সবুজ, এ্যাজাক্স জুট মিলের মহা ব্যবস্থাপক আব্দুল আলিম, প্রশাসনিক কর্মকর্তা দিনার মালিক, মিলের নন সিবিএ শ্যমিক সংগঠনের সভাপতি ইমরান মীর, সিবিএ-র ভারপ্রাপ্ত সভাপতি বকতিয়ার শিকদার, সহকারি সেক্রেটারি আজহার বাওয়ালি, ক্যাশিয়ার মো. রায়হান।

মিলের মালিক আব্দুল মান্নান তালুকদার বলেন, ব্যাংক ঋণ ও বিভিন্ন দেনায় জর্জরিত মিলটি হাতে নেয়ার পর থেকে আমি সোনালী ব্যাংক, বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের অনেক পাওনা পরিশোধ করেছি। শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদেরও অনেক টাকা পরিশোধ করেছি। পর্যায়ক্রমে সকল শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সকল পাওনা দিয়ে দিব। তারপর এ মিলটি আমরা চালু করব। মিলটি উৎপাদনে গেলে এখানে ৫ হাজারের অধিক মানুষের কর্মসংস্থান হবে। সাথে সাথে মিলের উৎপাদিত পন্য রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব জাহাঙ্গীর আলম সবুজ বলেন, শ্রমিকদের নায্য পাওনা প্রদানের জন্য সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদারকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি তিনি পর্যায়ক্রমে সকল শ্রমিকদের সমুদয় পাওনা বুঝিয়ে দিবেন।

এ্যাজাক্স জুট মিলের মহা ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, সাবিল গ্রুপ মিলটির দায়িত্বভার গ্রহনের পর আমরা শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের পাওনা বুঝিয়ে দিতে শুরু করি। এখন পর্যন্ত ১৬শতাধিক শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীকে তাদের সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দিয়েছি। এ ঈদে মোট ৫‘শ ৭৬ জন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীকে চেক ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে।

উল্লেখ, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সরকারি-বেসরকারি মিলে চারবার মিলটির মালিকানা হস্তান্তর হয়। কিন্তু কোনো মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি। পরে শ্রমিকদের আন্দোলন, মিলে লোকসানসহ বিভিন্ন কারণে ২০১৪ সালের ২১ মে বন্ধ হয়ে যায় মিলটি। এতে দুই হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েন। ফলে মানবেতর জীবন শুরু হয় মিলটির শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের।

পরে ২০১৫ সালরে ২৪ ডিসেম্বর সাবিল গ্রুপ নামে একটি গ্রুপ মলিটরি দায়ত্বিভার নয়ে। এরপর ১৪ জানুয়ারি ২০১৬ মিল চত্বরে শ্রমিক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানকিভাবে মিলের দায়িত্ব বুঝে নেয় সাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি দায়িত্ব নেওয়ার পর থেকে পর্যায়ক্রমে মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়