শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘একক সঙ্গীতের রাণী’ আরেথা ফ্রাঙ্কলিনের মৃত্যু

লিহান লিমা: মার্কিন সঙ্গীতে ব্যতিক্রমধারা সৃষ্টিকারী ‘দ্য কুইন অব সোল’ খ্যাত আরেথা ফ্রাঙ্কলিন ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাকে বলা হত সবসময়ের সেরা শিল্পী । অ্যাডভান্স প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। সুর ও কণ্ঠ দিয়ে বিশ্ববাসীর হৃদয় দখল করে নিয়েছিলেন এই সুরের রাণী।

ফ্রাঙ্কলিনের পরিবার জানায়, ‘আমাদের হৃদয়ের ব্যথা প্রকাশ করার মত অবস্থায় আমরা নেই। অন্ধকারের মধ্যে বাস করছি। আমরা আমাদের পরিবারের সুর ও শক্তিকে হারিয়ে ফেলেছি। সন্তান, নাতি-নাতনি, ভাইপো-ভাইজি এবং কাজিনদের প্রতি তার যে ভালবাসা ছিল তা সীমাহীন।

স্যার এলটন জন তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে লিখেন, ‘আর্থা ফ্রাঙ্কলিনকে হারানো সত্যিকারের সঙ্গীতকে ভালবাসা প্রত্যেকের জন্য কষ্টের। হৃদয় থেকে তার কণ্ঠ আসত, তার সুর ছিল অনন্য, পিয়ানোতে ঝড় তুলতেন তিনি। ইশ্বর তার সহায় হোন।’

২০১০ সালে টিউমারের ডায়াগনোসিসের পর আবারো মঞ্চে ফিরে আসেন তিনি। সার্জারি চলাকালিন সময়েই চিরতরে বিদায় নেন। চিকিৎসকরা বারবার তাকে অবসরে যেতে বললেও ২০১৭ সালে তিনি আবারো মঞ্চে গান করেন। এলটন জন ফাউন্ডেশনের ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কের সেন্ট জন ক্যাথেড্রালে নভেম্বরে সর্বশেষ অনুষ্ঠান করেছিলেন তিনি, এরপর অবসরের ঘোষণা দেন।

ফ্রাঙ্কলিনের রের্কড ৭৫ মিলিয়নেরও বেশি বার বিক্রি হয়েছিল। ১৮ বার জিতেছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। ইউএস বিলবোর্ড হট ১০০ তে ৭৭ বার এসেছিল তার নাম। আরএন্ডবি চার্টেও ২০ বার এসেছিলেন তিনি। তার বিশ্বখ্যাত গান গুলো হল ‘রেসপেক্ট, ‘ইউ মেইক মি ফিল লাইক’, ‘চেইন অব ফুল’, ‘থিংক’, ‘আই নো ইউ ওয়ার ওয়েটিং (ফর মি)’। ১৯৪২ সালের ২৫ মার্চ টেনেসি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্কলিন। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়