শিরোনাম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুকারবার্গের অলাভজনক সংগঠন সহায়তা করছে আলাদা হওয়া অভিবাসী পরিবারগুলোকে

 

ইফ্ফাত আরা: যুক্তরাষ্ট্রে সন্তান থেকে আলাদা হয়ে অভিবাসী পরিবারগুলোকে নিজেদের সাধ্যানুযায়ী সহায়তা করছে মার্কিন এফডব্লিউডি কোম্পানীর কর্মীরা। এর সাথে জড়িত রয়েছেন মার্ক জুকারবার্গ, বিল গেটস এবং অন্যান্য প্রযুক্তি কর্মকর্তারা। আলাদা হয়ে যাওয়া এই অভিবাসী পরিবারগুলোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, ব্যবসায়ী নির্বাহী ও সক্রিয় কর্মীরাও এগিয়ে এসেছেন।

ট্রাম্প প্রশাসন অভিবাসী পরিবারগুলো থেকে ২,৫৫১ শিশুকে আলাদা করেছে। এই শিশুদের সহায়তার জন্য সংগঠনটি নিউ মেক্সিকো, টেক্সাস ও আরিযোনাতে দুই সপ্তাহ ছিলো। ফেডারেল কাস্টাডি থেকে আলাদা হওয়া পরিবার ও শিশুদের একত্রীকরণের জন্যই তাদের এই প্রচেষ্টা ছিলো। পরিবারগুলোর ফ্লাইটের জন্য মিলিয়ন ডলার খরচ, ফোনে ১,৩০০ টিকেট বুকিংসহ অন্যান্য বিবরণ, প্রিপেইড সেল ফেনে তাদের যোগাযোগের ব্যবস্থা করা, পরিবারের সঙ্গে আইনজীবীদের যোগাযোগ করিয়ে দেওয়াসহ শিশুদের সারাক্ষণ বিনোদনের মধ্যে রাখার ব্যবস্থা রেখেছেন এই সংগঠনগুলো।

মার্কিন এফডব্লিউডি কোম্পানীর প্রেসিডেন্ট টড স্কাল্ট বলেন, ‘এধরণের কাজগুলো মূলত আমরা করে থাকি না। তবে এখানে যারা আমাদের জন্য কাজ করেছে এতোদিন, এখন তাদের সহায়তা করা আমাদের নৈতিকতার মধ্যে পড়ে।’ এই কোম্পানিটির পাশাপাশি জুকারবার্গ, বিলগেটস, লিংকেডিনের সহ প্রতিষ্ঠাতা রেইদ হোফম্যানসহ অন্যান্য প্রযুক্তি প্রধানেরাও সহায়তা করছে। অলাভজনক এই সংগঠনগুলো তাদের দক্ষ কর্মীদের ভিসার ব্যবস্থা করে পরিবারের কাছে শিশুদের ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়