শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শৃঙ্খলা ফেরাতে না পারলে ব্যাংক ব্যবসা কঠিন হয়ে যাবে’

আশিক রহমান : ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে না পারলে ব্যাংক ব্যবসা কঠিন হয়ে যাবে বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে বিদ্যমান যে ব্যাংকিং ব্যবস্থা তা মনিটরিংয়ের যে সুযোগ-সুবিধা ও কপ্লায়েন্স পরিস্থিতি যথাযথ সংস্কারের আওতায় না আনা গেলে ব্যাংক চলা খুবই কঠিন। এ কারণেই ব্যাংকিং খাতের সংস্কার প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে বিভিন্নভাবে ব্যাংক থেকে টাকা নিয়ে অনেকেই অন্যদিকে চলে যাচ্ছে, তা ঠেকানোর মতো রেগুলেটর বা বিদ্যমান ব্যবস্থা খুব একটা কার্যকর ভ‚মিকা পালন করতে পারছে না।

তিনি আরও বলেন, যিনি ব্যাংকিং ব্যবস্থা রেগুলেটর বা মনিটর করেন তিনি করবেন না। গণমাধ্যমে আসার পর তিনি তৎপর হলেন, এটা তো হয় না। এতে কী বোঝা যায়? সিস্টেম কাজ করছে না। সিস্টেম কাজ না করার পরও যদি এই সিস্টেম বিদ্যমান রাখি তা হলে পরিস্থিতি দিনদিন ক্ষতিগ্রস্ত হতেই থাকবে।

এক প্রশ্নের জবাবে ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, সরকারি টাকাই এখন বেসরকারি ব্যাংকের পুঁজির অন্যতম উৎস। আর সরকারের টাকা তো জনগণেরই টাকা। ব্যাংকগুলো যদি সেই টাকা নিয়ে খাটিয়ে আয় করে ফেরত দেয় তো ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় ফারমার্স ব্যাংকের মতো হয় তাহলে তো হবে না। সরকারের টাকা তো ব্যাংকটিতে ছিল, এখনো তো তা আসছে না। সরকারি টাকা দিয়ে যদি বেসরকারি ব্যাংকের পুঁজির ঘাটতি মেটানো হয় তাহলে এটা অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে যদি ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী চলে। ফান্ডামেন্টাল সিস্টেমগুলো যদি ঠিকমতো মেনটেইন করা না হয় দেখা যাবে যে পুঁজি বেহাত হয়ে গেছে। ফলে ব্যাংকের বিদ্যমান ব্যবস্থা যদি সংস্কার করা না যায়, শৃঙ্খলা ফিরিয়ে না আনা যায় তাহলে বিদ্যমান অবস্থায় ব্যাংকিং ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়