শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পান্ডিয়ার অলরাউন্ডার তকমাটা মুছে ফেলতে হবে’

স্পোর্টস ডেস্ক: হার্দিক পান্ডিয়াকে অনেকে বলে থাকেন আগামীর কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের অনেক গুণ নাকি পান্ডিয়ার মাঝে পাওয়া যায়। তবে যারা এমন বলেন, তাদের একেবারে ধুয়েই দিলেন হরভজন সিং। কপিল দেবের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা তো আরও পরে। পান্ডিয়াকে অলরাউন্ডারই মনে করেন না ভারতের বর্ষীয়ান অফস্পিনার।
ইংল্যান্ডে টেস্ট সিরিজে রীতিমত ধুঁকছে ভারত। প্রথম দুই টেস্টেই তারা হেরেছে। লর্ডসে দ্বিতীয়টিতে তো এক ইনিংস এবং ১৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় বিরাট কোহলির দল। দলের অন্য সদস্যদের মতো ব্যাটে-বলে ব্যর্থতার পরিচয় দিয়েছেন হার্দিক পান্ডিয়াও।
প্রথম টেস্টে ব্যাট হাতে ২২ আর ৩১ রান করেন পান্ডিয়া। বোলিংয়ে এসে উইকেটের দেখা পাননি। দ্বিতীয়টিতে ৩ উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন আগের মতোই বিবর্ণ। দুই ইনিংসে করেন ১১ আর ২৬ রান।
এমন পারফরফম্যান্স দেখে ভীষণ ক্ষেপেছেন হরভজন। পান্ডিয়াকে নিয়ে তিনি বলেন, ‘সে ব্যাটসম্যান হিসেবে খুব বেশি রান করছে না। অধিনায়ক তাকে খুব বেশি বোলিং করাতেও সাহস পাচ্ছে না। এই ধরনের কন্ডিশনেও যদি সে বল করতে না পারে, তবে ভবিষ্যতে ভারতীয় দলে টিকে থাকা তার জন্য কঠিনই হবে।’
পান্ডিয়াকে এখনই যারা কপিল দেবের সঙ্গে তুলনা করেন, তাদেরও একহাত নিয়েছেন হরভজন। প্রতিপক্ষ ইংল্যান্ড দলের বেন স্টোকস, স্যাম কুরান কিংবা ক্রিস ওকসের মতো অলরাউন্ডার হওয়ার যোগ্যতাও পান্ডিয়ার নেই বলেই মনে করছেন তিনি, ‘আমাদের অবশ্যই তার উপর থেকে অলরাউন্ডার তকমাটা মুছে ফেলতে হবে। একজন অলরাউন্ডার দুই বিভাগেই অবদান রাখতে পারেন। স্টোকস, কুরান যেটা প্রথম টেস্টে করেছেন, ওকস সেটা করেছেন লর্ডসে। হার্দিক পান্ডিয়ার কাছেও এমনটাই প্রত্যাশা। সে রাতারাতি কপিল দেব হয়ে যেতে পারবে না।’ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়