শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজ পালনরত অবস্থায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

নিউজ ডেস্ক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবেরপবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা মোয়াজ্জেমায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) আটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বাংলাদেশ সময় ভোর ৫টা ২০ মিনিটে মো. জাবের মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে তিনি পবিত্র মক্কায় গিয়েছিলেন।

মো. জাবেরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভাধীন চরকৈলাশ গ্রামে। ঢাকায় তিনি শংকর এলাকায় বসবাস করতেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কর্মজীবনের শুরুতে মো. জাবের বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে আইনজীবী হিসেবে প্রথমে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন।

বাংলাদেশ বার কাউন্সিল থেকে ১৫ সেপ্টেম্বর ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনার অনুমতি পান এবং ৮ মার্চ ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ২০১৮ সালের ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন। তিনি দেওয়ানি মামলায় পারদর্শী ছিলেন। তার ছেলে যুক্তরাষ্ট্রে, মেয়েদের একজন লন্ডনে ও আরেকজন জার্মানিতে বসবাস করছেন।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মো. জাবেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়