শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল নোট বাজারজাত করতে গিয়ে গ্রেফতার ৩

সুজন কৈরী : ঈদকে কেন্দ্র করে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জাল নোট চক্র। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ চক্রের সদস্যরা নানা কৌশলে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। মাছবাজার থেকে শুরু করে শপিংমল, বাস, লঞ্চ বা রেল স্টেশন-সর্বত্রই জাল নোটের ছড়াছড়ি। তবে ঈদবাজার জাল টাকামুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলছে বিশেষ নজরদারি। প্রতারকদের ধরতে অভিযানে নেমেছেন তারা। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। ঈদবাজারে লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু থামছে না জাল নোট চক্রের তৎপরতা।

সর্বশেষ গত দুইদিনে রাজধানীর শ্যামপুর ও মুগদা এলাকায় জাল টাকা বাজারজাত করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিনজন। গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন (২৪), আ. রাজ্জাক (৩৫) ও রুহুল আমিন (৩১)। তাদের কাছ থেকে ৫৩ হাজার ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

শ্যামপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শ্যামপুরের জুরাইন এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ও রাজ্জাককে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করে। অপরদিকে পৃথক অভিযানে দক্ষিণ মান্ডা জমিদার বাড়ি এলাকা থেকে আড়াই হাজার টাকার জাল নোটসহ রুহুল আমিনকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর ও মুগদা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

শ্যামপুর থানার ওসি শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক চক্রের সদস্যরা গাজীপুর থেকে একলাখ টাকার জালনোট ২০ হাজার টাকায় কেনে ঢাকায় আনে। পরে চক্রের সদস্যদের মাধ্যমে বিভিন্ন মার্কেট ও পশুর হাটগুলোতে কৌশলে ছড়িয়ে দেয়। চক্রটি মূলত ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়